TCS থেকে ইস্তফা দিলেন CEO রাজেশ গোপীনাথন, কে দায়িত্ব পেলেন? | No Comments গত বছর মার্চে রাজেশ গোপীনাথনকে পাঁচ বছরের জন্য এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছিল। সেই মেয়াদ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। পদত্যাগ করলেন TCS-এর CEO রাজেশ গোপীনাথন। প্রায় ৬ বছরের মেয়াদ শেষে চেয়ার ছেড়ে দিলেন তিনি। তাঁর বদলে ১৬ মার্চ ২০২৩ থেকে CEO-র পদে কে কৃত্তিবাসনকে নিযুক্ত করা হয়েছে। গত বছর মার্চে রাজেশ গোপীনাথনকে পাঁচ বছরের জন্য এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছিল। সেই মেয়াদ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। কিন্তু এভাবে হঠাত্ প্রস্থানের কারণ কী? কারণ ‘ব্যক্তিগত’ বলে জানিয়েছেন চিনি। আপাতত বাজারের নজর TCS-এর স্টকে। আপাতত এর প্রতিক্রিয়ায় শেয়ার দর নেতিবাচক হয়ে যেতে। উত্তরসূরি কে কৃত্তিবাসনকে আপাতত কাজ বুঝিয়ে দিতে হবে গোপীনাথনকে। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সেই কাজ সামলাতে হবে তাঁকে। কে কৃত্তিবাসন বর্তমানে TCS-এ ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্স্যুরেন্স (BFSI) বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট এবং গ্লোবাল হেড। এই BFSI-ই TCS-এর সবচেয়ে বড় ভার্টিকাল এবং এর সামগ্রিক আয়ের প্রায় ৩২ শতাংশ জোগায়। কৃত্তিবাসনও টিসিএস-এ বহুদিন ধরে থাকার ফল পেলেন। ১৯৮৯ সালে তিনি টিসিএস-এ যোগদান করেছিলেন। এরপর থেকে প্রায় ৩৪ বছর ধরে টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে নিজের সবটুকু উজার করেছেন তিনি। (Feed Source: hindustantimes.com) অন্যান্য , K Krithivasan new CEO TCS, Krithivasan, Rajesh Gopinathan, TCS, TCS CEO, TCS Rajesh Gopinathan resigns
গত বছর মার্চে রাজেশ গোপীনাথনকে পাঁচ বছরের জন্য এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছিল। সেই মেয়াদ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। পদত্যাগ করলেন TCS-এর CEO রাজেশ গোপীনাথন। প্রায় ৬ বছরের মেয়াদ শেষে চেয়ার ছেড়ে দিলেন তিনি। তাঁর বদলে ১৬ মার্চ ২০২৩ থেকে CEO-র পদে কে কৃত্তিবাসনকে নিযুক্ত করা হয়েছে। গত বছর মার্চে রাজেশ গোপীনাথনকে পাঁচ বছরের জন্য এমডি এবং সিইও হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছিল। সেই মেয়াদ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। কিন্তু এভাবে হঠাত্ প্রস্থানের কারণ কী? কারণ ‘ব্যক্তিগত’ বলে জানিয়েছেন চিনি। আপাতত বাজারের নজর TCS-এর স্টকে। আপাতত এর প্রতিক্রিয়ায় শেয়ার দর নেতিবাচক হয়ে যেতে। উত্তরসূরি কে কৃত্তিবাসনকে আপাতত কাজ বুঝিয়ে দিতে হবে গোপীনাথনকে। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সেই কাজ সামলাতে হবে তাঁকে। কে কৃত্তিবাসন বর্তমানে TCS-এ ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্স্যুরেন্স (BFSI) বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট এবং গ্লোবাল হেড। এই BFSI-ই TCS-এর সবচেয়ে বড় ভার্টিকাল এবং এর সামগ্রিক আয়ের প্রায় ৩২ শতাংশ জোগায়। কৃত্তিবাসনও টিসিএস-এ বহুদিন ধরে থাকার ফল পেলেন। ১৯৮৯ সালে তিনি টিসিএস-এ যোগদান করেছিলেন। এরপর থেকে প্রায় ৩৪ বছর ধরে টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে নিজের সবটুকু উজার করেছেন তিনি।