Adeno Virus: সর্দি-কাশি-জ্বর কমছেই না বাড়ির খুদেটির? বাধ্যতামূলক RTPCR-এর নির্দেশ জারি

Adeno Virus: সর্দি-কাশি-জ্বর কমছেই না বাড়ির খুদেটির? বাধ্যতামূলক RTPCR-এর নির্দেশ জারি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের এবার যাওয়ার পালা, আগমন বসন্তের। ঠান্ডা-গরমের আজব মেলবন্ধনে সর্দি-কাশি-জ্বরে কমবেশি সকলেই আক্রান্ত হয়। কিন্তু এবছর ‘একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসরের’ মতো আর্বিভাব হয়েছে অ্যাডিনোভাইরাসের। যা ক্রমশ ছড়িয়ে পড়ছে শিশুদের মধ্যে। বিভিন্ন শিশু হাসপাতালের আইসিইউ-তে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। ভাইরাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের ফুসফুস, এমনকী ফেটে যাচ্ছে ফুসফুসের দেওয়াল। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা।

আর এই পরিস্থিতিতে এবার নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। বলা হয়েছে, ‘অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন’ (এআরআই), ‘ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস’ (আইএলআই) অর্থাৎ, ফ্লু-তে আক্রান্ত হওয়ার মতো উপসর্গ থাকলে এবং ‘সিভিয়র অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন’-এ (এসএআরআই) আক্রান্ত শিশুদের অবশ্যই আরটি পিসিআর পরীক্ষা করতে হবে। চিকিৎসকরা বলছেন, এই ভাইরাসে মূলত আক্রান্ত হচ্ছে ১ থেকে ৪ বছর বয়সী শিশুরা। উপসর্গ মূলত ফ্লু-এর মতো- গলা ব্যথা, ফুসফুসে সংক্রমণ, চোখ লাল হয়ে যাওয়া, ডায়েরিয়া, বমি, পেট ব্যথা, মূল সমস্যা শ্বাসকষ্ট।

অ্যাডিনোভাইরাসে শিশুমৃত্যু রুখতে নয়া নির্দেশিকায়  জানান হয়েছে, ‘হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে। শিশুদের জন্য পর্যাপ্ত সংখ্যক ভেন্টিলেটর প্রস্তুত রাখতে হবে। শিশুবিভাগে পর্যাপ্ত বেড রাখতে হবে। শিশু বিভাগ না থাকলে তৈরি করতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকতে হবে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোজ কত রোগী আসছেন, জানাতে হবে স্বাস্থ্য ভবনকে’।

উল্লেখ্য, অ্যাডিনোভাইরাসের সব চেয়ে ক্ষতিকর সেরোটাইপের (অ্যাডিনো-৭) সঙ্গে কোভিডের ভাইরাস সার্স কোভ-২ এর যথেষ্ট মিল রয়েছে। এই ধরনের ভাইরাসের উপস্থিতিতে কোষ থেকে সাইটোকাইন (আইএল-৬, টিএনএফ-আলফা, ইন্টারফেরন গামা) ও কেমোকাইন (আইএল- ৮) প্রোটিন নিঃসরণ মারাত্মক বেড়ে যায়। তাতে কোভিডের মতোই সাইটোকাইন ঝড় শুরু হতে পারে। ফলে নিউট্রোফিল, বেসোফিল, ম্যাক্রোফ্যাজের মতো প্রতিরোধী কোষগুলি এক জায়গায় জড়ো হয়ে শরীরে প্রদাহ তৈরি করে।

সর্দির পাশাপাশি মাথাচাড়া দিচ্ছে শুকনো কাশির সমস্যা। বিপদ এড়াতে কোভিডের মতোই এক্ষেত্রেও মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কারণ শুধু শিশুদেরই নয়, অ্যাডিনো ভাইরাসের আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না প্রাপ্তবয়স্করাও।বয়স্কদের ক্ষেত্রে কোভিডের মতোই কোমর্বিডিটি থাকলে সঙ্কটজনক সমস্যা বাড়ছে।

(Feed Source: zeenews.com)