‘বাবা, বাবা’ চিৎকার মেয়ের, পুলিশ- জিতেন্দ্র ধস্তাধস্তি! বিমানবন্দরে জোর নাটক

‘বাবা, বাবা’ চিৎকার মেয়ের, পুলিশ- জিতেন্দ্র ধস্তাধস্তি! বিমানবন্দরে জোর নাটক

কলকাতা: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কলকাতা বিমানবন্দরে রীতিমতো নাটক৷ পুলিশের সঙ্গে বিজেপি নেতার কার্যত ধস্তাধস্তি, জিতেন্দ্র তিওয়ারির মেয়ের চিৎকার, সবমিলিয়ে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় বিমানবন্দরে৷ শেষ পর্যন্ত মেয়ের সঙ্গে কোনওমতে কথা বলেন বিজেপি নেতা৷ জিতেন্দ্রকে নিয়ে রাতেই আসানসোলের উদ্দেশে রওনা দেয় পুলিশ৷

আসানসোলের কম্বল বিতরণের ঘটনায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় শনিবার সকালেই দিল্লি থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল৷ রাত ৯টা নাগাদ বিমানে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কলকাতায় পৌঁছয় পুলিশ৷ বাবার সঙ্গে দেখা করার জন্য আগে থেকেই বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন জিতেন্দ্র তিওয়ারির মেয়ে৷ অপেক্ষায় ছিল সংবাদমাধ্যম৷

কিন্তু আসানসোল পুলিশের দলটি বিজেপি নেতাকে নিয়ে বিমানবন্দরের বাইরে আসতেই আরও প্রচুর সংখ্যক পুলিশকর্মীকে জিতেন্দ্র তিওয়ারিকে কার্যত ঘিরে ফেলেন৷ কোনওরকমে ঠেলেঠুলে .বিজেপি নেতাকে গাড়িতে তোলার চেষ্টা করেন পুলিশকর্মীরা৷ জিতেন্দ্র যাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলতে পারেন, সেই চেষ্টাও করতে থাকে পুলিশ৷

এই সময় কার্যত জিতেন্দ্রর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় জিতেন্দ্র তিওয়ারির৷ ভিড়ের মধ্যে তাঁর কাছে আসতে পারেননি জিতেন্দ্রর মেয়েও৷ বাবার সঙ্গে দেখা করার জন্য চিৎকার করতে থাকেন তিনি৷ জিতেন্দ্রও মেয়ের সঙ্গে কথা বলবেন বলে জেদ ধরেন৷ শেষে গাড়িতে বসিয়ে জিতেন্দ্রকে কয়েক মুহূর্ত মেয়ের সঙ্গে কথা বলতে দেয় পুলিশ৷ জিতেন্দ্র যখন মেয়ের সঙ্গে কথা বলছেন, তখনও তাঁর মুখের সামনে আড়াল করে দাঁড়িয়ে ছিলেন এক পুলিশকর্মী৷

এই মামলায় জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়ারিও অভিযুক্ত৷ ফলে এ দিন বিমানবন্দরে তাঁকেও দেখা যায়নি৷ কোনওক্রমে জিতেন্দ্র সংবাদমাধ্যমকে চিৎকার করে বলেন, এই সরকার ভাবছে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে ক্ষমতায় থাকবে৷ সেটা হবে না৷

জিতেন্দ্র তিওয়ারির মেয়েও বলেন, আমি এইটুকু জানি, ‘আমার বাবা-মা কোনও অন্যায় করতে পারে না৷ ওঁরা মানুষের ভাল করার চেষ্টা করেছিলেন৷ বাকি যা বলার আমার বাবা বলবে৷’

জিতেন্দ্রকে আড়াল করতে পুলিশ এতটাই মরিয়া ছিল যে তাঁকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, তার পিছনে যাতে সংবাদমাধ্যমের কোনও গাড়ি ধাওয়া না করতে পারে, তাও নিশ্চিত করা হয়৷ জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে আসানসোলের উদ্দেশে রওনা দেওয়া পুলিশের কনভয়ের পিছু নেওয়া সংবাদমাধ্যমের গাড়িগুলিকেও বিমানবন্দর চত্বরেই আটকে দেয় পুলিশ৷

(Feed Source: news18.com)