পুলিশকে দেখেই উল্টোদিকে ছুটল গাড়ি, ব্যাপার কী! ধাওয়া করতেই ফাঁস রহস্য

পুলিশকে দেখেই উল্টোদিকে ছুটল গাড়ি, ব্যাপার কী! ধাওয়া করতেই ফাঁস রহস্য

উত্তরবঙ্গ: পাচার হচ্ছিল বিপুল পরিমাণ বিদেশি জাল মদ। ঠিক সময়ে ধরা পড়ে গেল পুলিশের হাতে। বমাল সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ছোট একটি গাড়ি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অসুরাগড় ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা গোপন সুত্রে খবর পান, ছোট একটি গাড়ি করে বিপুল পরিমাণ মদ বিহারে পাচার করার চেষ্টা করছে পাচারকারীরা। খবর পাওয়া মাত্রই ডালখোলা থানার মহম্মদ পুর এলাকায় নাকা চেকিং শুরু করেন তাঁরা। নাকা চেকিং চলাকালীন দেখা যায়, একটি টাটা সুমোতে সওয়ার ২জন পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছে।

এরপর ওই গাড়িটির পিছু করে ডালখোলা থানার পুলিশ। পরে অসুরাগড় এলাকার বেরিয়ারে ধাক্কা মারে গাড়িটি। পালানোর চেষ্টা করলেও পুলিশ গাড়িটিকে তাড়া করে ধরে ফেলে। গাড়িটিকে থামানোর পরেই দেখা যায় গাড়িটিতে বিপুল পরিমাণ বিদেশি জাল মদ বোঝাই করা রয়েছে। গাড়িতে থাকা দুই পাচারকারীকে গ্রেফতার করে ডালখোলা থানার পুলিশ।

ঘটনায় ছোটো গাড়িটিকেও আটক করা হয়েছে। ধৃতেরা হলেন মুকেশ কুমার পার্সি (৩০), প্রিন্স কুমার (১৮)। ধৃতরা বিহারের থমা বাজার এলাকার বাসিন্দা।

(Feed Source: news18.com)