১ এপ্রিল থেকে যদি কারুর প্যানকার্ড নিষ্ক্রিয় হয় তাহলে কি হবে জেনে নিন

১ এপ্রিল থেকে যদি কারুর প্যানকার্ড নিষ্ক্রিয় হয় তাহলে কি হবে জেনে নিন

PANCARD না থাকলে বা নিষ্ক্রিয় হয়ে গেলে  যেসব অসুবিধা হবে সেগুলিঃ–
১. নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না।
২. ডেবিট বা ক্রেডিট কার্ড ইস্যু করা যাবে না।
৩. ৫০,০০০ টাকার বেশি মিউচুয়াল ফান্ড ইউনিট ক্রয় করা যাবে না।
৪. দিনে ৫০,০০০ টাকার বেশি নগদ ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জমা করা যাবে না।
৫. দিনে ৫০,০০০ টাকার বেশি ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে-অর্ডার ক্রয় করা যাবে না।
৬. নতুন টেলিফোন বা মোবাইল কানেকশান পাওয়া যাবে না।
৭. কোনো প্রপার্টি কেনা-বেচা করা যাবে না।
৮. লোন নেওয়া যাবে না।
৯. দু লাখ টাকার উর্ধে জুয়েলারি কেনা-বেচা যাবে না।
১০. বিদেশি মুদ্রার এক্সচেঞ্জ করা যাবে না।
১১. শেয়ার, ডিবেঞ্চারে বিনিয়োগ করা যাবে না।
১২. পাঁচ লাখ টাকার উর্ধে কোনো মোটর ভেহিকেল কেনা যাবে না।
১৩. বাৎসরিক পঞ্চাশ হাজার টাকার ওপর ইন্সিউরেন্স পেমেন্ট করা যাবে না।
১৪. কোনো ডুপ্লিকেট প্যানকার্ডের জন্য ১০০০০টাকা পেনাল্টি হতে পারে
১৫. বা False ডকুমেন্ট দেখিয়ে কোনো Forgery হলে সেক্ষেত্রে ধারা Sections 463, 464 And 465 of Indian Penal Code 1860-তে দু বছরের জেল বা অর্থদণ্ড বা উভয়ই হতে পারে।
১৬. আধার লিংকিং করে প্যানকার্ড সক্রিয় করতে গেলেই ১০০০ হাজার টাকা ফাইন লাগবে।