ছ’ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা! অধীরের অনুরোধ রাখবেন মোদি?

ছ’ মাস বাড়ানো হোক প্যান-আধার লিঙ্কের সময়সীমা! অধীরের অনুরোধ রাখবেন মোদি?

দিল্লি: প্যান আধার লিঙ্ক করা নিয়ে এখন রীতিমতো দুশ্চিন্তায় সাধারণ মানুষ৷ ৩১ মার্চের মধ্যে এই সংযুক্তিকরণ করতেই হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের রাজস্ব দফতর৷ তা না হলে প্যান নম্বরই অকেজো হয়ে যাবে৷ শুধু তাই নয়, ৩১ মার্চের মধ্যে সংযুক্তিকরণ করতে গেলেও ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে৷

সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্যান আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা আরও ছ’ মাস বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ একই সঙ্গে ১০০০ টাকার জরিমানা প্রত্যাহারের আবেদনও জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা৷

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস সাংসদ উল্লেখ করেন, দেশের একটা বড় অংশের মানুষ প্রত্যন্ত এলাকায় বসবাস করেন৷ সেখানে ঠিকমতো ইন্টারনেট সংযোগও পাওয়া যায় না৷ দেশের এই সমস্ত নিরীহ মানুষের থেকে প্যান আধার সংযুক্তিকরণ করে দেওয়ার নামে কিছু অসাধু দালাল অতিরিক্ত টাকা আদায় করছে৷ প্যান আধার সংযুক্তিকরণে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য পোস্ট অফিসগুলিকে নির্দেশ দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন অধীর৷

কংগ্রেস সাংসদ দাবি করেছেন, সাধারণ মানুষ এই নির্দেশিকায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন৷ শেষ পর্যন্ত সত্যিই প্যান নম্বর অকেজো হয়ে গেলে দুর্দশার মধ্যেও পড়তে হবে অসংখ্য মানুষকে৷ সেই কারণেই পোস্ট অফিসগুলি থেকে যাতে বিনামূল্যে প্যান আধার সংযুক্তিকরণের ব্যবস্থা করা হয়, সংশ্লিষ্ট দফতরগুলিকে সেই নির্দেশ দেওয়ার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন অধীর৷

৩১ মার্চ, ২০২২ পর্যন্ত বিনামূল্যেই প্যান আধার সংযুক্তিকরণ করা যেত৷ ১ এপ্রিল, ২০২২ থেকে ৫০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়৷ গত বছরই ১ জুলাই থেকে সেই অঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা করা হয়৷

(Feed Source: news18.com)