অ্যাকাডেমিক নম্বরের বদলে ইন্টারভিউ ফেরাতে চায় SSC, দুর্নীতির দ্বার বললেন বিকাশ

অ্যাকাডেমিক নম্বরের বদলে ইন্টারভিউ ফেরাতে চায় SSC, দুর্নীতির দ্বার বললেন বিকাশ

নিয়োগ দুর্নীতিতে টালমাটাল মমতার সরকার। বহু ক্ষেত্রেই অ্যাকাডেমিক স্কোরে কারচুপি করে দুর্নীতি হয়েছে বলে উঠে এসেছে তদন্তে। আর এবার সেই একাডেমিক স্কোরই তুলে দেওয়ার পক্ষে সুপারিশ করল স্কুল সার্ভিস কমিশন। বদলে ইন্টারভিউ পদ্ধতি ফেরানোর পক্ষে তারা। বুধবার এমনই জানিয়েছেন, SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দুহাতে দুর্নীতি করাতেই এসএসসি অ্যাকাডেমিক নম্বর সরাতে চায় বলে প্রতিক্রিয়া দিয়েছেন বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বুধবার সিদ্ধার্থবাবু জানিয়েছেন, ‘SSC-র তরফে অ্যাকাডেমিক স্কোর তুলে দেওয়ার জন্য রাজ্য শিক্ষা দফতরকে সুপারিশ করা হয়েছে।’ তাঁর যুক্তি, ‘যিনি ১০ বছর আগে পাশ করেছেন, তাঁর সঙ্গে যিনি সাম্প্রতিক কালে পাশ করেছেন তাঁর নম্বরের পার্থক্য বিরাট। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নম্বর দেওয়ার প্রবণতা আলাদা। ফলে সবাইকে সমান সুযোগ দিতে অ্যাকাডেমিক স্কোর তুলে দেওয়ার পরিকল্পনা হয়েছে।’

তবে SSC-র এই সিদ্ধান্তের পিছনে আরও বড় দুর্নীতির পরিকল্পনা দেখছেন বিকাশবাবু। তিনি বলেন, যে কোনও নিয়োগের ভিত্তি হল অ্যাকাডেমিক নম্বর। অ্যাকাডেমিক নম্বর ছাড়া ইন্টারভিউতে নিয়োগ হলে দু’হাতে দুর্নীতি হবে। ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে SSC-র তরফে ইন্টারভিউয়ারদের পেনসিল দিয়ে নম্বর দিতে বলা হয়েছে। আদালতে হাজিরা দিতে হয়েছে সেই ইন্টারভিউয়ারদের। সুপ্রিম কোর্টের রায় রয়েছে, কোনও নিয়োগপ্রক্রিয়ায় ১৫ শতাংশের বেশি নম্বর ইন্টারভিউর জন্য বরাদ্দ করা যাবে না। আসলে অ্যাকাডেমিক নম্বরে কারচুপি করে SSC হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। ইন্টারভিউতে কারচুপি হলে ধরা মুশকিল। কারণ বন্ধ করে কে কী উত্তর দিয়েছে তা আদালতে প্রমাণ করা শক্ত।

(Feed Source: hindustantimes.com)