‘জমি দেখুন্তি, পছন্দন্তি’, পুরীতে জমি দেখে বললেন মমতা

‘জমি দেখুন্তি, পছন্দন্তি’, পুরীতে জমি দেখে বললেন মমতা

আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, পুরী: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে আগামীকাল ভুবনেশ্বরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ পুরীর বালিয়াপণ্ডায় বাংলার অতিথি নিবাসের জমি পরিদর্শন করলেন তিনি। সঙ্গে ছিলেন ওড়িশা সরকারের মুখ্যসচিব। বালিয়াপণ্ডায় জমি দেখার পরে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। জমি দেখার পর তাঁকে বলতে শোনা যায়, ‘জমি দেখুন্তি। পছন্দন্তি। কাল হম নবীনজিকে সাথ মিলুন্তি।’

ঘুরতে ভালবাসে এমন বাঙালি প্রায় নেই। ভ্রমণ প্রিয় বাঙালির সবচেয়ে প্রিয় ৩টি ঘোরার জায়গা। সংক্ষেপে ‘দীপুদা’। অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং। দিঘা আর দার্জিলিংয়ের পরে এবার ওড়িশার পুরীতে সরকারি অতিথি নিবাস গড়ার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার পুরীর বালিয়াপণ্ডাতে সেই জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে ৬ কিলোমিটার দূরে বালিয়াপণ্ডা। সেখানেই এদিন ওড়িশার মুখ্যসচিব, পুরীর জেলাশাসক-সহ অন্য সরকারি আধিকারিকদের উপস্থিতি-তে অতিথিশালার জন্য নির্ধারিত জমিটি ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পছন্দ হয়েছে জমি:
সূত্রের খবর, এই জমিটি পশ্চিমবঙ্গ সরকারকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়ার প্রস্তাব দিয়েছে ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জায়গা আমার পছন্দ হয়েছে। এখানে নতুন বিমানবন্দর তৈরি হবে। নতুন সেতু তৈরি হবে। সুতরাং এটা অন্যতম সেরা…ভালো জায়গা। তাছাড়া বিভিন্ন সময়ে, ছুটির সময়ে, আমাদের লক্ষ লক্ষ লোক আসে। তাই আমরা চাই, পুরীতে আমাদেরও নিবাস থাক। যাতে কিছু মানুষ অন্তত থাকতে পারে। আমি কালকে নবীনজির সঙ্গে দেখা করব। থ্যাঙ্কস ওনাকে, যে উনি এটা ভেবেছেন। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি। কালকে উনি সিদ্ধান্ত নেবেন, এই জমিটা রাখাই হয়েছে, বিভিন্ন রাজ্যের ভবনের জন্য। নতুন পুরী শুরু করব আমরা।’

গত শুক্রবার, দলীয় কর্মসূচির ফাঁকে, কালীঘাটে গিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন, সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তার এক সপ্তাহের মধ্যেই, বৃহস্পতিবার বিকেল ৪টের সময়, ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাসভবনে, তাঁর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও ২০১৭ সাল, ২০২০ সালে ওড়িশা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে, দুই মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠকের নেপথ্যে অন্য তাৎপর্য দেখছেন অনেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘নবীনজির সঙ্গে আগেও আমার অনেকবার দেখা হয়েছে। এটা নতুন কোনও বিষয় নয়। এখানে হকি টুর্নামেন্ট ছিল। নবীনজি তখন মন্ত্রীকে পাঠিয়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন বলেছিলাম, আমি যখন ওড়িশা যাব, তখন তাঁর সঙ্গে দেখা করব। তাই আমাদের এই বৈঠক পুরোপুরি সৌজন্যমূলক। উন্নয়ন নিয়ে বৈঠক। আর আমাদের যে বাংলার অতিথি নিবাস তৈরি

করব, তা নিয়েও চর্চা করব।’

পুজো দিয়েছেন মমতা:
মমতা বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ দেবের ভক্ত। প্রতিবার ওড়িশা সফরে গেলেই তিনি পুরীর মন্দিরে পুজো দেন। এদিনও বালিয়াপণ্ডায় জমি পরিদর্শনের পরে, মমতা বন্দ্যোপাধ্যায় যান জগন্নাথ দেবের মন্দিরে। পুজো দেন, ব্রাহ্মণ ভোজন করান। মমতা বলেন, ‘পুজো দিলাম এখানে, ধ্বজা ওড়ানো হয়েছে। আমার ধ্বজা মন্দিরের ওপরে লাগানো হয়েছে।’

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে পুরীর দয়িতাপতি ও পূজারীদের নিয়ে কালীঘাটের বাড়িতে যজ্ঞ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেও বাড়িতে পুজোপাঠ হয় তাঁর।

(Feed Source: abplive.com)