ভারতে খোঁজ মিলল নয়া সাব-ভ্যারিয়েন্টের, কতটা বিপদ?

ভারতে খোঁজ মিলল নয়া সাব-ভ্যারিয়েন্টের, কতটা বিপদ?

 

 

নয়াদিল্লি: ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের খোঁজ নিয়ে আতঙ্ক ছিল। এবার ভারতে খোঁজ মিলল সেই সাব-ভ্যারিয়েন্টের। নাম BA.4. হায়দরাবাদে খোঁজ মিলেছে এই ভ্যারিয়েন্টের। 

কোভিড জেনোমিক সার্ভেল্যান্স প্রোগ্রামের (Covid-19 genomic surveillance programme) মাধ্যমে এর খোঁজ মিলেছে। Indian SARS-CoV-2 Genomics Consortium (INSACOG)-এর তরফে এই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া বিষয়ে নিশ্চিত করা হয়েছে। 

কী এই ভ্যারিয়েন্ট:
৯ মে হায়দরাবাদে নমুনা সংগ্রহ করা হয় আক্রান্ত ব্যক্তির থেকে। তারপরে তা পরীক্ষা করে ওমিক্রন সাব ভ্যারিয়েন্ট BA.4-এর হদিশ মেলে। সপ্তাহখানেক আগেই ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (European Centre for Disease Prevention and Control) পক্ষ থেকে ওমিক্রন BA.4 এবং BA.5 -কে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন (Variants of Concern) বলা হয়েছে।  সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ইউরোপের বিভিন্ন জায়গায় নতুন করে কোভিড সংক্রমণের ঢেউ দেখা যাচ্ছে। এসবের পিছনে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টই দায়ী বলে মনে করছে বিশেষজ্ঞরা। 

কেন ঝুঁকি?
দক্ষিণ আফ্রিকায় প্রায় সবাই হয় কোভিড ভ্যাকসিন নিয়েছেন অথবা আগে সংক্রমিত হয়েছেন। তারপরেও সেখানে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।  এই কারণে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ওমিক্রনের নতুন এই সাব ভ্যারিয়েন্ট টিকার বর্ম ফাঁকি দিতে পারে। আগে থেকে সংক্রমণ হয়ে থাকলে তার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে শরীরে। সেটাকেও ফাঁকি দিতে পারে এই ভ্যারিয়েন্ট। জিন সিকোয়েন্সিং পদ্ধতির মাধ্যমে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকী যে ওমিক্রন সাব ভ্যারিয়েন্টকে প্রবল সংক্রামক বলা হয়েছিসল, অর্থাৎ BA.2 সাব ভ্যারিয়েন্টের থেকেও এই দুটি অর্থাৎ BA.4 এবং BA.5 বেশি সংক্রামক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কোভিডের টেকনিক্যাল লিড মারিয়া ভন কেরখোভ (Maria Van Kerkhove) জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৬টি দেশ থেকে এই সাব ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। 

(Source: abplive.com)