চাকরি খোঁজার মাধ্যমেই এবার কর্মী ছাঁটাই! কাজ হারাতে পারেন প্রায় ২২০০ জন

চাকরি খোঁজার মাধ্যমেই এবার কর্মী ছাঁটাই! কাজ হারাতে পারেন প্রায় ২২০০ জন

Layoffs: বিশ্বজুড়ে চলছে কর্মী ছাঁটাই (Layoffs) প্রক্রিয়া। গতবছরের শেষভাগ থেকেই প্রকট ভাবে শুরু হয়েছে এই কর্মী ছাঁটাইয়ের বিষয়। তবে এবার প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। চাকরি খোঁজার মাধ্যম থেকেই নাকি হচ্ছে কর্মী ছাঁটাই! মার্কিন যুক্তরাষ্ট্রের ‘জব সার্চ প্ল্যাটফর্ম’ (Job Search Platform) ইনডিড (Indeed) থেকে প্রায় ২২০০ কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। এর পাশাপাশি কর্তৃপক্ষ বলেছে একধাক্কায় কোম্পানির ওয়ার্ক ফোর্স ১৫ শতাংশ কমিয়ে দেবে এই সংস্থা। ইনডিড সংস্থার চিফ এক্সিকিউটিভ ক্রিস হ্যামস জানিয়েছেন, মূলত কোম্পানি বড় হয়ে গিয়েছে। অর্থাৎ কাজের তুলনায় কর্মী সংখ্যা বেড়ে গিয়েছে। আর তাই অতিরিক্ত কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন হয়েছে। নাহলে ভিত শক্ত করে দাঁড়িয়ে থাকবে পারবে না এই মার্কিন কোম্পানি। জানা গিয়েছে, সংস্থার চিফ এক্সিকিউটিভের ক্ষেত্রেও বেস পে থেকে ২৫ শতাংশ কাটা হয়েছে।

গতবছর থেকেই শুরু হয়েছে কর্মী ছাঁটাই

২০২২ সালের অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের নতুন সিইও পদে আসীন হয়েছিলেন এলন মাস্ক। আর মালিকানা পাওয়ার পর প্রথমেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। সেই ছিল শুরু। এরপর বিশ্বের প্রথম সারির একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। সেই দলে রয়েছে অ্যামাজন, গুগল, উইপ্রো, ডিজনি এবং আরও অনেক জনপ্রিয় সংস্থা।

অ্যমাজনের কর্মী ছাঁটাই

প্রথম দফায় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করার পর ফের অ্যামাজনে শুরু হয়েছে ছাঁটাই। দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এবার চাকরি খোয়াতে পারেন প্রায় ৯ হাজার কর্মী। ২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। চলতি বছরের শুরুতেই একদফা ছাঁটাই হয়েছে অ্যামাজনে। সেখানে প্রায় ১৮ হাজার কর্মীর চাকরি খোয়ানোর আশঙ্কা করা হয়েছিল। ২০২২ সালের নভেম্বর মাসেও একধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী।

গুগলের কর্মী ছাঁটাই

গুগলের সিইও সুন্দর পিচাই এবছর জানুয়ারি মাসে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন। তারপরেই শুরু হয়েছিল আতঙ্ক। গুগলে কর্মী ছাঁটাই শুরু হওয়ার পর দেখা গিয়েছে, বেশ কিছু কর্মী তাঁদের ছুটিতে থাকাকালীন সময়ে ছাঁটাই হয়েছেন। কেউ হয়তো ছুটিতে বেড়াতে গিয়েছিলেন, কেউ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ছুটিতে ছিলেন, অনেকে ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। তাঁদের অনেকেই ছাঁটাই হয়েছেন। আর সেই ছুটিতে থাকাকালীন সময়েই তাঁদের ছাঁটাই করা হয়েছে। আর সেই সময়ের টাকা কর্মীদের দিতে রাজি হচ্ছে না গুগল সংস্থা।

(Feed Source: abplive.com)