জুনিয়র ডার্বিতে বাগানকে আটকে দিল ইস্টবেঙ্গল, বড়দের লজ্জা ঢাকল ছোটরা

জুনিয়র ডার্বিতে বাগানকে আটকে দিল ইস্টবেঙ্গল, বড়দের লজ্জা ঢাকল ছোটরা

কলকাতা: বড়রা যেটা করতে পারেনি, সেটাই করে দেখাল ইস্টবেঙ্গলের ছোটরা। জুনিয়র কলকাতা ডার্বিতে গোলশূন্য শেষ হল ম্যাচ। ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে যা এই মুহূর্তের পরিস্থিতি বিচার করলে স্বস্তির। একদিকে যখন সিনিয়র ফুটবলে গত চার বছর ধরে মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল, তখন তাদের ছোটদের লড়াই মনে রাখতেই হবে।

আইএসএলের এই মরসুমে দু’টি ডার্বিতেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। হকি লিগের প্রথম ডার্বি জিতেছে মোহনবাগান। সেই ম্যাচে তুমুল গন্ডগোল হয়। মাঠে ইট পড়ে। প্রথম দিন ম্যাচ ভেস্তে যাওয়ার পরে আবার খেলা হয়। সেই ম্যাচে জেতে মোহনবাগান। কিন্তু সবুজ-মেরুনের বিরুদ্ধে ম্যাচে প্রভাব খাটানোর অভিযোগ তুলে ফিরতি ডার্বিতে আর নামেনি ইস্টবেঙ্গল।

তাতে অবশ্য মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া আটকায়নি। অবশেষে পঞ্চম বার পড়শি ক্লাবকে আটকে দিল ইস্টবেঙ্গল। রিলায়্যান্স ডেভেলপমেন্ট লিগে এই ডার্বি নিয়ে উত্তাপ ছিল। কারণ, কিছু দিন আগেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন সবুজ-মেরুনের বড়রা। ছোটদের কাছেও জয়ের আশা করেছিলেন সমর্থকরা। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

(Feed Source: news18.com)