বিখ্যাত চিত্রপরিচালক প্রদীপ সরকার প্রয়াত; ‘ওঁর হাসিমুখটাই আমি সারাজীবন মনে রেখে দেব’, আবেগে ভাসলেন রানি

বিখ্যাত চিত্রপরিচালক প্রদীপ সরকার প্রয়াত; ‘ওঁর হাসিমুখটাই আমি সারাজীবন মনে রেখে দেব’, আবেগে ভাসলেন রানি

কলকাতা: প্রয়াত বিখ্যাত চিত্রপরিচালক প্রদীপ সরকার (Pradeep Sarkar)। পরিণীতা (Parineeta), মর্দানি (Mardaani)-র থেকে শুরু করে ‘হেলিকপ্টার এলা’ (Helicopter Eela), লগা চুনরি মে দাগ (Laga Chunri Me Daag), ‘লাফাংগে পরিন্দে’ (Lafange Pharinde)-এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। আজ ট্যুইটারে চিত্রপরিচালকের প্রয়াণের খবর শেয়ার করেন হংসল মেটা (Hansal Mehta)।

লগা চুনরি মে দাগ (Laga Chunri Me Daag) ছবিতে রানি মুখোপাধ্য়ায়ের পরিচালক ছিলেন প্রদীপ সরকার। এদিন পরিচালকের শেষযাত্রায়ও উপস্থিত ছিলেন তিনি। এদিন এক বিবৃতিতে তিনি লেখেন, “দাদার মৃত্যুর খবরে আমি খুবই মর্মাহত। কিছুদিন আগেই আমার ওঁর সঙ্গে কথা হয়েছিল। সম্প্রতি আমি অমৃতসরে গিয়েছিলাম, সেখানে তিনি আমাকে ফোন করেছিলেন আমার ছবি সম্পর্কে কথা বলার জন্য। আমাদের দীর্ঘ আড্ডাও হয়েছিল, তিনি একটি ভিডিও কল করার জন্যও বলছিলেন কিন্তু সেদিন নেটওয়ার্ক ভাল ছিল না তাই তার সাথে ভিডিও কল করা সম্ভব হয়নি। আমরা এই সপ্তাহে দেখা করার পরিকল্পনাও করছিলাম, আর তারপরই এই অপ্রত্যাশিত ঘটনা।” রানি জানান যে পরিচালকের হাসিমুখটাই তিনি সারাজীবন মনে রেখে দেবেন।

প্রসঙ্গত, ট্যুইটে এদিন কঙ্গনা পরিচালকের সঙ্গে শেষবার খাবার ভাগ করে নেওয়ার ভিডিওটি শেয়ার করেছেন। লিখেছেন, প্রদীপ দা জানতেন আমি বাঙালি খাবার খেতে ভালবাসি। নটি বিনোদিনী (Noti Binodini)-র একটি প্রস্তুতি নিয়ে সাক্ষাত হয়েছিল সেবার। এরপরেই তিনি স্মৃতির শহরে ডুবে শোকপ্রকাশ করেছেন। পরিচালক প্রদীপ সরকারের প্রয়াণে কার্যতই যে হৃদয়ের একূল ও কূল , দু কূল ভেসে যায়, সেটাই বোঝাতে চেয়েছেন।

একটা দীর্ঘ সময় অ্যাড ফিল্ম নিয়ে কাজ করেছেন। তারপর রুপোলি পর্দায় বিদ্যা বালনের সঙ্গে ‘পরিণীতা’ ছবির মধ্য দিয়ে পা রাখা।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনিকে নিয়ে বেশ অন্যভাবে সেলুলয়েড সেফ-সঞ্জয় আর বিদ্যাকে একফ্রেমে ধরেছিলেন। সে ছবিতে সুর দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন শান্তনু মৈত্র।তারপর আর ফিরে তাঁকাতে হয়নি। লাগা চুনরি মে দাগ, লাফাঙ্গে পরিন্দে,মর্দানি,হেলিকপ্টার ইলা, একের পর এক সফল ছবির নিদর্শন রেখেছেন। তবে এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও একের পর এক ভাল ভাল কাজ উপহার দিয়ে গিয়েছেন পরিচালক প্রদীপ সরকার। কোল্ড লস্যি অউর চিকেন মশালা, অ্যারেঞ্জ ম্যারেজ, ফরবিডেন লাভ পরপর ওয়েব সিরিজে তার পরিচালনা দেখতে পাওয়া গিয়েছে।

(Feed Source: abplive.com)