Madan meets Sweta: অয়নের বান্ধবী শ্বেতার সঙ্গে দেখা করলেন মদন, গলায় গোলাপের মালা

Madan meets Sweta: অয়নের বান্ধবী শ্বেতার সঙ্গে দেখা করলেন মদন, গলায় গোলাপের মালা

সম্প্রতি নিয়োগকাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রমোটার অয়ন শীল। তিনি আবার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই অয়নের বান্ধবী বলে পরিচিত শ্বেতা চক্রবর্তীকে ঘিরেও আচমকাই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার সেই শ্বেতার সঙ্গে দেখা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

সূত্রের খবর, পুরসভায় অন্তত ৬ হাজার চাকরি বিক্রি হয়েছে বলে অয়নকে জেরা করে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। এদিকে সেই অয়নের বান্ধবী শ্বেতা বর্তমানে কাজ করেন পানিহাটি পুরসভায়। শুক্রবার গলায় একেবারে গোলাপের মালা পরে কামারহাটির বিধায়ক মদন মিত্র হাজির হয়ে যান কামারহাটি পুরসভায়। আর সেখানে গিয়ে দরজা খুলে একেবারে সটান হাজির হয়ে যান সেই শ্বেতা চক্রবর্তীর সামনে। সামনে মদন মিত্রকে দেখে উঠে দাঁড়ান শ্বেতা।

আর মদন মিত্র এদিন ছিলেন একেবারে অন্য় সাজে। গলায় গোলাপের মালা। মাথায় ফেজ টুপি। গটগট করে পুরসভার অন্দরে ঢুকে পড়েন তিনি। এরপর তিনি দরজা খুলে ঢুকে পড়েন ইঞ্জিনিয়রিং বিভাগে। সেখানেই কর্মরত শ্বেতা চক্রবর্তী। একেবারে অল্পক্ষণের জন্য কথা বলেন তিনি। প্রথম প্রশ্ন তোমার নাম শ্বেতা? উত্তর আসে হ্যাঁ। এরপর মদন বলেন, তোমার বাড়ি কোথায়? শ্বেতা বলেন নৈহাটি। আর বিশেষ কোনও কথা বলেননি তিনি। এরপরই তিনি বেরিয়ে যান। এরপর সংবাদ মাধ্যমের সামনে দৃশ্যতই বিরক্তি প্রকাশ করেন শ্বেতা। তাঁর মতে, বিধায়ক আসতেই পারেন। কিন্তু এভাবে খবরে এসে যাওয়ার ঘটনায় তাঁর অস্বস্তি কাটছে না কিছুতেই।

শ্বেতা বলেন, আমার নাম জিজ্ঞাসা করলেন আর বাড়ি কোথায় জিজ্ঞাসা করলেন। উনি আমাদের এমএলএ। তিনি আসতেই পারেন অফিসে। আপনাদের জন্য় স্বাভাবিক জীবন যাপনও করব না। আপনারা কেন এভাবে ঝাঁপিয়ে পড়ছেন?

আর পুরসভার বাইরে মদনের বক্তব্য, বাম জমানায় অনেকেই চিরকুটে চাকরি পেয়েছেন। যারা ধর্না দিচ্ছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। আমরা চাই যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক। তা বলে তৃণমূলের যোগ্য প্রার্থীরা চাকরি পাবে না? প্রশ্ন মদনের।

এদিকে নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে শ্বেতার অ্যাকাউন্টকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। গত কয়েকদিন শ্বেতা কামারহাটির অফিসে আসছিলেন না। তবে তিনি বৃহস্পতিবার থেকে ফের কাজে যোগ দিয়েছেন। আর তারপরেই একেবারে পুরসভাতে গিয়ে সেই শ্বেতার সঙ্গে কথা বলে গেলেন তৃণমূলের মদন মিত্র।

(Feed Source: hindustantimes.com)