প্রয়াত Intel-এর সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর, আধুনিক প্রযুক্তি বিশ্বের অন্যতম রূপকার

প্রয়াত Intel-এর সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর, আধুনিক প্রযুক্তি বিশ্বের অন্যতম রূপকার

চলে গেলেন Intel কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা গর্ডন মুর। আধুনিক প্রযুক্তি বিশ্বের অন্যতম রূপকার মনে করা হয় তাঁকে। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গর্ডন। ইন্টেল এবং মুরের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে জানানো হয়েছে, হাওয়াইতে নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

বিশ্বজুড়ে আজ ঘরে ঘরে পার্সোনাল কম্পিউটার। প্রযুক্তির এই জোয়ারের অন্যতম ভাগীদার মনে করা হত তাঁকে। কম বাজেট থেকে প্রিমিয়াম, সব ধরণের কম্পিউটারেই ইন্টেলের প্রসেসর দেখা যায়। সেমিকন্ডাক্টর শিল্পের ছবিটাই পাল্টে দেয় সংস্থা।

১৯৬৫ সালে লেখা এক নিবন্ধে, গর্ডন মুর বলেন, প্রযুক্তির উন্নতির কারণে কয়েক বছর আগে ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কৃত হয়েছে। আর তার কয়েক বছর পরের মধ্যেই প্রতি বছর মাইক্রোচিপে ট্রানজিস্টরের সংখ্যা প্রায় দ্বিগুণ করে বাড়ছে। তিনি ভবিষ্যদ্বাণী করেন, এভাবেই এই উন্নতি বাড়তে থাকবে।

তিনি বলেন, ইন্টিগ্রেটেড সার্কিটের মাধ্যমে আগামিদিনে হোম কম্পিউটারের মতো বিস্ময়কর প্রযুক্তি বাজারে এসে যাবে। গাড়ির স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত পোর্টেবল যোগাযোগের মেশিন এসে যাবে বাজারে। গবেষণাপত্রে এমনটাই লিখেছিলেন তিনি।

এই পুরো বিষয়টাই তিনি লিখেছিলেন পার্সোনাল কম্পিউটার বাজারে আসার ২০ বছরেরও বেশি আগে। প্রথম আইফোন আসার ৪ দশক আগেই স্মার্টফোনের ভবিষ্যদ্বাণী করেছিলেন গর্ডন মুর।

তাঁর এই ভবিষ্যদ্বাণী ‘মুরের আইন’ নামে জনপ্রিয় হয়ে যায়। ঠিক এই কারণেই তাঁকে আধুনিক কনজিউমার প্রযুক্তির অন্যতম স্থপতী মনে করা হয়।

১৯৬৮ সালে ইন্টেল স্থাপন করেন গর্ডন মুর। সেই সময়ে আমজনতার মধ্যে সেমিকন্ডাকটর বা কম্পিউটার নিয়ে কোনও ধারণাই ছিল না। আর সেই যুগেই এমন অভিনব প্রযুক্তির ব্যবসায় প্রবেশ করেন তিনি। আর আজ বিশ্বের ৮০%-এরও বেশি কম্পিউটারে ইন্টেলের প্রসেসর ব্যবহৃত হয়।

(Feed Source: hindustantimes.com)