সোনার হার ছিঁড়ে পালাচ্ছিল চোর, অ্যাপের মাধ্যমে ধরে ফেলল পুলিশ!

সোনার হার ছিঁড়ে পালাচ্ছিল চোর, অ্যাপের মাধ্যমে ধরে ফেলল পুলিশ!

পুরুলিয়া:  সহায় অ্যাপে পুলিশের সাফল্য পুরুলিয়ায়। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার ছিনতাইকারী। সহায় অ্যাপের সাহায্যে ছিনতাই হওয়া সোনার চেন ফিরে পেলেন মহিলা। গত ১৬ মার্চ পুরুলিয়ার টামনা থানা এলাকার মাহাতো বাঁধের কাছে ভরদুপুরে এক মহিলার সোনার হার ছিনতাই হয় বলে অভিযোগ।

তাঁর বাড়ির সামনে গেট খোলার সময় একটি মোটরসাইকেলে দুই দুষ্কৃতী এসে গলার চেন ছিনতাই করে পালিয়ে যায়। মহিলার চিৎকার শুনে এলাকার এক যুবক মুকুল মাহাতো গোটা ঘটনার কথা জানতে পেরেই সঙ্গে সঙ্গে সহায় অ্যাপে সাহায্য চাই জানায়। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই টামনা থানার পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। এলাকার একটি সিসি ক্যামেরার ছবি সংগ্রহ করে ২ দুষ্কৃতীকে চিহ্নিত করে পুলিশ। খোঁজ নিয়ে জানতে পারে দুষ্কৃতীরা তখনও পুরুলিয়া শহরে রয়েছে।

শহর থেকে বেরোনোর সব রাস্তায় নাকা চেকিং শুরু করে পুলিশ। পুরুলিয়া – রাঁচি রোডে নাকা চেকিংয়ের সময় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় সোনার চেনটি। ঝালদার বাসিন্দা দুই ছিনতাইকারী শেখ সুলেমান ও শেখ মিজাকে জেলা আদালতে তোলা হয়। পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত করে জানতে পারে দুই দুষ্কৃতী ঝালদা থেকে পুরুলিয়া এসেছিল বিশেষ কাজে।

শহরে এসে ছিনতাই করে পালানোর সময় পুলিশের নাকা চেকিং-এ ধরা পড়ে। টি আই প্যারেডে শনাক্ত করা হয় তাদের। একই সঙ্গে সহায় অ্যাপ ব্যবহারকারীকে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশ সুপার জানান এই সহায় অ্যাপ ব্যবহার করলে দ্রুত পুলিশ সহায়তা পাবেন সাধারণ মানুষ।

(Feed Source: news18.com)