১২ জন বোলারকে নিয়ে আইপিএল দলগুলোকে বোর্ডের সতর্কবার্তা! কারা আছে তালিকায়?

১২ জন বোলারকে নিয়ে আইপিএল দলগুলোকে বোর্ডের সতর্কবার্তা! কারা আছে তালিকায়?

মুম্বই: বছরের শেষে ঘরের মাটিতে একদিনের বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ডে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বহুদিন আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারে না ভারত। সেই ব্যর্থতা এবার দূর করতে চায় বিসিসিআই। ফলে সাবধানে এগোতে চায় তারা। আর চ্যাম্পিয়ন হতে গেলে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বোলিং ইউনিট দুর্বল হয়ে গেলে চাপ বেড়ে যায় কয়েক গুণ।

আইপিএলের সাতটি দলে খেলেন এই জন ১২ বোলার। তাঁরা হলেন, গুজরাত টাইটান্সের মহম্মদ শামি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ়, কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব ও শার্দুল ঠাকুর, চেন্নাই সুপার কিংসের দীপক চাহার, দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ও অক্ষর পটেল, রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চহাল এবং সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও ওয়াশিংটন সুন্দর।

আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির ফিজিয়োদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিয়ো নীতিন পটেল ও ভারতীয় দলের ফিজিয়ো সোহম দেশাই। সেখানে তাঁরা জানিয়েছেন, ১২ জন ভারতীয় বোলারের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাঁদের সাবধানে ব্যবহার করতে হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।

(Feed Source: news18.com)