সোসাইটির নয়া নিয়মে অবিবাহিত ভাড়াটের ফ্ল্যাটে রাত ১০ টার পরে থাকতে পারবে না কেউ

সোসাইটির নয়া নিয়মে অবিবাহিত ভাড়াটের ফ্ল্যাটে রাত ১০ টার পরে থাকতে পারবে না কেউ

বেঙ্গালুরু: এবার থেকে ফ্ল্যাটে আত্মীয় বা বন্ধুকে আনতে হলে নিতে হবে মালিকের অনুমতি। বিভিন্ন মেট্রোপলিটন শহরে বাড়ি ভাড়া পাওয়া এখন খুবই ঝক্কির কাজ। সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RWA) প্রায়ই অদ্ভুত নিয়ম নিয়ে আসে যা ভাড়া থাকা ব্যক্তির স্বাধীনতা লঙ্ঘন করে। সেরকমই একটি ঘটনা বেঙ্গালুরুতে একটি সোসাইটিতে ঘটছে। সেই সোসাইটিতে থাকা অবিবাহিত মহিলা বা পুরুষ ভাড়াটে হিসাবে বসবাস করছে, তাঁরা তাঁদের ফ্ল্যাটে রাত ১০ টার পরে কোনও অতিথি প্রবেশ করতে পারবে না।

বেঙ্গালুরুর কুন্দনহাল্লি গেট এলাকায় অবস্থিত এই সোসাইটি থেকে ভাড়াটেদের ইমেলের মাধ্যমে জানিয়েছে মালিকের কাছ থেকে অনুমোদন নিতে হবে আগে থেকে যদি অতিথি রাত্রিবাস করেন তাঁর ফ্ল্যাটে।

‘রাত ১০ টার পরে অবিবাহিত মহিলা বা পুরুষ ভাড়াটের ফ্ল্যাটে কোনও অতিথিকে অনুমতি দেওয়া হবে না আসার জন‍্য। অতিথিদের রাত্রিবাস করার অনুমতি নেই। প্রয়োজনে, ম্যানেজার বা অ্যাসোসিয়েশন অফিসে মালিকের কাছ থেকে গেস্ট আইডি প্রুফ জমা দিয়ে অতিথির থাকার সময়কাল এবং ‘মাইগেট’ অ‍্যাপ গেস্ট এন্ট্রি করার অনুরোধ করে ইমেল পাঠাতে হবে,’ একজন ভাড়াটে সোসাইটির এই বিজ্ঞপ্তিটি সোশ‍্যাল মিডিয়াতে দিয়েছে।

Bangalore not for Bachelors
by u/IsThisForReal- in bangalore

(Feed Source: news18.com)