কীভাবে এত ‘ফিট’ থাকেন এস. জয়শঙ্কর? সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন বিদেশমন্ত্রী

কীভাবে এত ‘ফিট’ থাকেন এস. জয়শঙ্কর? সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন বিদেশমন্ত্রী

নয়াদিল্লি: বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিদেশনীতির চর্চা বিশ্বজুড়ে৷ কাজের সূত্রেই এক দেশ থেকে আর এক দেশে ঘুরে বেড়াতে হয় তাঁকে৷ সারাদিন এত পরিশ্রমের মাঝে নিজেকে কীভাবে সুস্থ রেখেছেন বিদেশমন্ত্রী? বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটের মঞ্চে তাঁর সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন ড: এস জয়শঙ্কর৷ দিল্লিতে থাকলে রোজ নিয়ম করে স্কোয়্যাশ এবং ব্যাটমিন্টন খেলেন তিনি৷ সুস্থ শরীর সরাসরি প্রভাব ফেলে পেশাগত ক্ষেত্রে৷ তাই কাজের জায়গায় ভাল প্রদর্শনের জন্যেও শরীর সুস্থ রাখা অত্যন্ত জরুরি, এমনটাই মত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের৷ শরীর ঠিক রাখতে প্রায় এক দশক ধরে তিনি যোগাভ্যাস করছেন৷

‘‘আমি সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি৷ কারণ নিজেকে সুস্থ না রাখলে এত বেশি ভ্রমণ, আলাদা আলদা টাইম জোন সঙ্গে আলাদা আলাদা খাবারের সময়সূচি, এই সব মিলিয়ে আমি হয়তো মরেই যেতাম৷ তাই দিল্লিতে থাকলেই স্কোয়্যাশ এবং ব্যাটমিন্টন খেলি৷ ভ্রমণের সময় আমি যোগা করি৷ প্রায় ১০ বছর ধরে যোগা করছি আমি৷ জিম দেখতে পেলেই চলে যাই৷ আমার মনে হয় প্রতিযোগিতামূলক মনোভাবের পূর্বশর্ত হল সুস্থ শরীর৷ আপনার নিজের যদি মনে হয় শরীর ঠিক নেই, তাহলে আপনি আপনার সেরা পারফরম্যান্স দিতে পারবেন না,৷ আপনি সেরা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন না, দৃঢ় গলায় বলুন’’ রাইজিং ইন্ডিয়া সামিটে এসে জানালেন এস. জয়শঙ্কর৷

(Feed Source: news18.com)