বিপদের মুখে অমিতাভ, ধর্মেন্দ্র ও আম্বানি! সেলেবদের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি পেল নাগপুর পুলিশ

বিপদের মুখে অমিতাভ, ধর্মেন্দ্র ও আম্বানি! সেলেবদের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি পেল নাগপুর পুলিশ

কী জানালেন পুলিশ

পুলিশের যে কর্মকর্তা ফোনটি ধরেছিলেন তিনি জানিয়েছেন ফোনের ওপারে তিনি দুই ব্যক্তিকে কথা বলতে শুনেছেন। অস্ত্রশস্ত্র সমেত ২৫ জনের একটা দল মুম্বইয়ে এসেছেন, তারা অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আম্বানির বাংলো তারা উড়িয়ে দেবেন। এই ঘটনার জন্য পুলিশ তদন্তে আরও জোর দিয়েছেন। তারা আরও সতর্ক হয়ে কাজ করছেন।

 আম্বানি পরিবার দেশে ও বিদেশে পাবে জেড প্লাস নিরাপত্তা

আম্বানি পরিবার দেশে ও বিদেশে পাবে জেড প্লাস নিরাপত্তা

আগেই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দেশে ও বিদেশে মুকেশ আম্বানি ও তার পরিবারকে জেড প্লাসের নিরাপত্তা পাবে। বিচারপতি কৃষ্ণ মুরারি ও আহসানউদ্দিন আমানুল্লাহ সোমবার জানিয়েছেন, আম্বানির নিরাপত্তা নিয়ে অবশ্যই সব সময় ঝুঁকি থাকে। আর তাই একটি নির্দিষ্ট এলাকা বা তাঁর বাড়ির চারপাশেই কেবল নিরাপত্তা সীমাবদ্ধ রেখে লাভ নেই। মুম্বই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আম্বানির নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকার কারণ ও সব দিক বিবেচনা করে সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় আম্বানিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে দেশে ও বিদেশে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ও মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

খরচ বহন করতে হবে আম্বানি পরিবারকেই

খরচ বহন করতে হবে আম্বানি পরিবারকেই

সর্বদাই আম্বানির জেড প্লাস নিরাপত্তার মধ্যে থাকবেন। ২ থেকে ৬ জন আম্বানির নিরাপত্তার জন্য সবসময় থাকবেন, ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ও মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, আম্বানি ও তার পরিবার দেশ ও বিদেশে যে জেড নিরাপত্তার সুবিধা পাবেন তা বহন করতে হবে আম্বানি পরিবারকেই।

(Feed Source: oneindia.com)