বাংলাদেশঃ বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে

বাংলাদেশঃ বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে

স্টাফ রিপোর্টার : বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে জানিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, প্রয়োজনে জীবন দেব, জেলে যাব, তবু বাংলাদেশে খালেদা জিয়া, তারেক রহমান আর তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।

শুক্রবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে।

জয়নুল আবেদীন ফারুক বলেন, ১৭ জন এখন পর্যন্ত জীবন দিয়েছে। প্রয়োজনের ১৭ হাজার জীবন দেব। কিন্তু শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না।

গণমাধ্যমকে ধ্বংস করার পরিকল্পনা করছে সরকার দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মিডিয়াকে ধ্বংস করার পরিকল্পনা করছে।

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করেছে এবং সম্পাদক মতিউর রহমানের নামে মামলা দিয়েছে। এতে বার্তা দিতে চাচ্ছে, সাংবাদিকরা, আপনারা আর লেখালেখি কইরেন না, সামনে আমরাই ক্ষমতায় যাব।

এই সরকার বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, পাশাপাশি সাংবাদিকরা যখন সততার সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরছেন, তখনই বার্তা দিচ্ছে সাংবাদিকদের মুখও সরকার বন্ধ করে দেবে।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে সাময়িক মামলা হয়েছে। সাংবাদিক শামসুজ্জামান সাময়িক কারাভোগ করছেন।

আয়োজিত মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ান হোসেন রিয়াজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনের সঞ্চালনা করেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

(Feed Source: sunnews24x7.com)