জেলের ভিতরেও এলাহি জীবনযাপন প্রতারক সুকেশের! সেল থেকে উদ্ধার বিলাসবহুল দ্রব্য, ভাইরাল ভিডিও

জেলের ভিতরেও এলাহি জীবনযাপন প্রতারক সুকেশের! সেল থেকে উদ্ধার বিলাসবহুল দ্রব্য, ভাইরাল ভিডিও

সেল থেকে কী কী পাওয়া গেছে

বর্তমানে মান্ডোলি জেলে রয়েছেন সুকেশ। জানা গিয়েছে, এই জেলে সুকেশের জন্য যে সেল রয়েছে সেখানে অভিযান চালিয়েছেন জেল কর্তৃপক্ষ। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে একাধিক দামী জিনিস। কী কী রয়েছে তাঁর মধ্যে তা জানলে অবাক হবেন আপনি! ১.৫ লক্ষ টাকার স্লিপার (চটি), ৮০ হাজার টাকা দামের ৩ টি জিনস-সহ আরও বিলাসবহুল দ্রব্য। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে স্তম্ভিত হয়েছেন অনেকেই।

কী দেখা যাচ্ছে ভিডিওতে

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ অফিসার ও জেল কর্তৃপক্ষের একদল কর্মী সুকেশের সেলে পৌছায়। আর সেখানেই তাঁরা তল্লাশি চালাতে শুরু করেন, সেই সময় কান্নায় ভেঙ্গে পরেন সুকেশ। তবে কীভাবে এই ভিডিওটি ভাইরাল হল, তা নিয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, যে ব্যক্তি এই ভিডিওটি ভাইরাল করেছেন তাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

প্রেম দিবসে জ্যাকলিনকে শুভেচ্ছা জানান সুকেশ কিন্তু কীভাবে

প্রেম দিবসে জ্যাকলিনকে শুভেচ্ছা জানান সুকেশ কিন্তু কীভাবে

প্রেম দিবসেও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ শুভেচ্ছা জানানোর জন্য অনুগামীদের আলোচনার মধ্যে ছিলেন তিনি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যখন আদালত কক্ষ থেকে সুকেশকে বার করে নিয়ে যাচ্ছিলেন সেই সময় সাংবাদিকরা তার সঙ্গে জ্যাকলিনের প্রেমের বিষয়ে জানতে চান, সেই সময়েই অভিনেত্রীর উদ্দেশ্যে সুকেশ প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন। সুকেশের বিরুদ্ধে রয়েছে তোলাবাজির অভিজোগ। ফর্টিসের প্রাক্তন প্রোমোটারের স্ত্রীর থেকে ২১৭ কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে কনম্যানের বিরুদ্ধে।

কোন কোন অভিনেত্রীর নাম জড়িয়েছে এই ঘটনায়

কোন কোন অভিনেত্রীর নাম জড়িয়েছে এই ঘটনায়

বলা বাহুল্য, সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আগেই নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহি ও চাহাত খান্নার। জানা গিয়েছে, অভিনেত্রী চাহাত সুকেশকে জনপ্রিয় দক্ষিণ ভারতীয় টিভি চ্যানেলের মালিক ও প্রয়াত জয়ললিতার ভাগ্নে হিসাবে জানতেন। অভিনেত্রী এও জানান, তিহার জেলে পৌঁছানোর পর সুকেশ গা ভর্তি পারফিউ মেখে সাদা শার্ট, গলায় সোনার চেন পরে তার সামনে এসেছিলেন। সুকেশ নাকি তাঁকে বলেছিলেন নির্বাচনের সময় ইভিএম-টেম্পারিংয়ের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এমনকি তাঁকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছিল।

(Feed Source: oneindia.com)