ফের শুভেন্দুর সমাবেশ ঘিরে ‘সংঘাত’ তুঙ্গে, অনুমতিপত্র বাতিল পুলিশের

ফের শুভেন্দুর সমাবেশ ঘিরে ‘সংঘাত’ তুঙ্গে, অনুমতিপত্র বাতিল পুলিশের

পশ্চিম মেদিনীপুর: ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সমাবেশ ঘিরে তুঙ্গে সংঘাত। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় কৃষক সমাবেশ ছিল বিজেপির (BJP)। অনুমতিপত্র বাতিল করে পুলিশ। মাঠ ব্যবহারের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নেই, তাই বাতিল, জানান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। যদিও এই ইস্যুতে পাল্টা হুঁশিয়ারি বিজেপির। ‘হাইকোর্টের গাইডলাইনকে সামনে রেখেই সভা হবে। নির্দিষ্ট স্থানেই হবে সভা, ঘোষিত স্থানেই সভা হবে। কেউ আক্রান্ত হলে মেদিনীপুর জ্যাম হবে’, হুঁশিয়ারি বিজেপির (BJP)।

প্রসঙ্গত, রাজ্য়ে সভা-বিতর্ক এর আগেও বহুবার। এর আগেও শুভেন্দুর সভা ঘিরে জলঘোলা হয়েছে। গতবছরের শেষের দিকেও শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দেয়নি প্রশাসন। যার জেরে,  পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে শুভেন্দুর জনসভা বাতিল হয়ে গিয়েছিল।  যা নিয়ে ফের একবার বাগযুদ্ধে জড়িয়েছিল তৃণমূল-বিজেপি। বিজেপির দাবি, শুধু কলিগ্রামই নয়, তার আগে, বর্ধমানের স্বস্তিপল্লি, মির্জাপুরেও সভা করার অনুমতি চাওয়া হলেও, তা মেলেনি। সভা বাতিল হলেও বর্ধমানে গিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন বিরোধী দলনেতা।  যদিও নিরাপত্তা জনিত কারণে বিজেপির সভার অনুমতি দেওয়া হয়নি বলে সেসময় পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল।

অপরদিকে আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক-শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে, ওই সভায় পুলিশের কোনও অনুমতি ছিল না। এই নিয়ে যখন চাপানউতোর চলছেসরগরম রয়েছে রাজ্য রাজনীতি।বর্ধমান শহরে দেওয়ানদিঘির কলিগ্রামের মাঠে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল। সেই মতো শুরু হয় প্রস্তুতিও। মাঠ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যানার-ফ্লেক্স লাগানো থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচারও শুরু করেছিল বিজেপি।

বিজেপির দাবি, এর মধ্যেই চিঠি দিয়ে, মহকুমা শাসক জানিয়েছিলেন, নিরাপত্তার কারণে, পুলিশের আপত্তি থাকায় সভার অনুমতি দেওয়া যাচ্ছে না। বিজেপির আরও দাবি, শুধু কলিগ্রামই নয়, তার আগে, বর্ধমানের স্বস্তিপল্লি, মির্জাপুরেও সভা করার অনুমতি চাওয়া হলেও, তা সেবার মেলেনি। শেষ অবধি বাতিল করতে হয় শুভেন্দু অধিকারীর সভা কিন্তু সভা না হলেও পূর্ব বর্ধমানে পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক করে উগড়ে দিয়েছিলেন ক্ষোভ। পুলিশ সূত্রে দাবি, সভাস্থলের পাশেই রাস্তা। সেক্ষেত্রে সভা হলে, রাস্তা আটকে যেতে পারে। তাতে সমস্যা হতে পারে। আর পাশেই স্কুল রয়েছে। নিরাপত্তা জনিত কারণে বিজেপির সভার অনুমতি দেওয়া হয়নি।

(Feed Source: abplive.com)