
কে পরিচালনা করছেন সিরিজটি
এই ওয়েব সিরিজটি অনুগামীরা দেখতে পাবেন জি ফাইভে। রহস্য, রোমাঞ্চে পরিপূর্ণ ওয়েব সিরিজ এটি। শ্বেতকালীতে অভিনয় করতে দেখা মিলবে ঐন্দ্রিলার। এই সিরিজটি পরিচালনা করেছেন সানি ঘোষ রায়। এই সিরিজটি পরতে পরতে রয়েছে রহস্য। রোমাঞ্চ, গা ছমছমে, লৌকিক, বিশ্বাস- অবিশ্বাসের সমস্ত কিছুকে একই সুতোয় বেঁধেছেন পরিচালক।

কী নিয়ে সিরিজের গল্প
সিরিজের ভিডিও চোখে পড়তেই দেখা গেছে। ১৮৭২ সালের কাহিনী ফুটে উঠেছে এই সিরিজের মধ্য দিয়ে। একটি পরিবারের গল্প নিয়ে তৈরি হবে ওয়েব সিরিজটি। তার মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক রহস্য। এই সিরিজে অভিনয় করবেন সৌরভ চক্রবর্তী। যিনি পারিবারিক ব্যবসা ছেড়ে হোটেল খুলতে চান। স তার পাশে থাকবেন সাহেব, সমদর্শী, দেবলীনা-সহ অন্যন্যা। তবে হোটেল করবার জন্য সে একটি পুরানো বাড়ি পছন্দ করে সে। সেটাতেই হোটেল বানাতে চায় সে। পুরনো বাড়িটাকে ঠিক করতে একদিন সকলে যান। হঠাৎ দেয়াল ভেঙে আচমকায়ে বেরিয়ে আসে এক শ্বেতকালীর মূর্তি। আর তখনই সেই দেবীর অভিশাপ এসে লাগে এই ব্যবসায়ী পরিবারের উপর। এক পুরোহিত তাদের পরামর্শ দেন, একটানা তিন রাত ধরে এখানে পুজো করা হবে। পুরোহিত বলা বলেন এখানে হবে পশু বলি। পুরোহিতের কথামতো প্রথম রাতে কোন বলি ছাড়াই পুজো করা হয়। পরের দিন সকালে উরভি কুকুর গোগোলকে মৃত অবস্থায় দেখতে পান, তখন সে জানতে চায় কে মারল কুকুরটিকে, কোন মানুষ না অন্য কেউ?
কে মারল গোগলকে?
পুরোহিত স্থানীয়রা নিশ্চিত হয়ে যান দেবী তার প্রাপ্য বলিদান চাইছেন। তাই গোগোলের জীবন তিনি নিয়েছেন। কিন্তু উরভি তা বিশ্বাস করে না, সে নিশ্চিত কেউ গোগোলকে খুন করেছে আর সে তাদের মধ্যে লুকিয়ে রয়েছেন। এসব ঘটনার পর পরিবারের সদস্যরা বাড়িটি ছেড়ে চলে যেতে চায় কিন্তু গ্রামবাসী জানায় পুজো না হওয়া পর্যন্ত কেউ কোথাও যেতে পারবে না, এতে বাড়ির অমঙ্গল হবে। পুজোর দ্বিতীয় রাতে পরিবারের এক প্রিয় সদস্যের মৃতদেহ পাওয়া যায়, তারও পোষ্য গোগলের মতন তাঁর জিভ চলে যায়।
কারা থাকছেন অভিনয়ে
এরপর কী ঘটছে ওয়েব সিরিজে, তা দেখতে হলে আপনাকে দেখতে হবে ২৪ ফেব্রুয়ারি জি ফাইভে। এই ওয়েব সিরিজের অভিনয়ে রয়েছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবদূত ঘোষ, সাহেব ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, দেবলীনা কুমার কৌশিক-সহ অনেকেই।
(Feed Source: oneindia.com)
