কলকাতায় বোস ইনস্টিটিউটে চাকরির দারুণ সুযোগ, ৪২,০০০ টাকা বেতন

কলকাতায় বোস ইনস্টিটিউটে চাকরির দারুণ সুযোগ, ৪২,০০০ টাকা বেতন

Bose Institute Recruitment: বোস ইনস্টিটিউট সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটের জন্য অস্থায়ী পদে নিয়োগ হচ্ছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে বাছাইপ্রার্থীকে।

Jobs In Kolkata: সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট

Project Name: Understanding the response of a few phytochemicals on bacterial quorum sensing and associated biofilm formation.

শিক্ষাগত যোগ্যতা: 
একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবন বিজ্ঞান, বায়োটেকনোলজি, বা মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।

Bose Institute Recruitment: নিম্নলিখিত ক্ষেত্রের একটিতে রিসার্চ ও ডেভেলপমেন্টে চার বছরের অভিজ্ঞতা:

বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা, অ্যাকাডেমিক ও শিল্প প্রতিষ্ঠান, সেই সঙ্গে বৈজ্ঞানিক কার্যক্রম ও পরিষেবায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।

সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, মেডিসিন, বা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্পর্কিত ক্ষেত্রে ডক্টরেট, বা একটি সমতুল্য ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর।

অগ্রাধিকার দেওয়া হবে: উদ্ভিদ বিজ্ঞানে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়সসীমা: এই ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা সরকারি নিয়ম অনুসারে দেওয়া হবে। (SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শিথিলতা সরকারি নিয়ম অনুযায়ী হবে।)

বেতন কাঠামো: ৪২,০০০ টাকা ছাড়াও বাড়িভাড়া ভাতা

কীভাবে আবেদন করতে হবে: 
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা যোগ্যতার বিশদ যেমন পরীক্ষায় উত্তীর্ণ, বছর, বিভাগ, মাধ্যমিক থেকে নম্বরের শতাংশ ও সেলফ অ্যাটেসটেড গবেষণার অভিজ্ঞতার ক্ষেত্র উল্লেখ করে সম্পূর্ণ বায়ো-ডেটা সহ একটি টাইপ করা আবেদন নিয়ে নির্বাচন কমিটির সামনে উপস্থিত হতে পারেন। সার্টিফিকেটের কপি, মার্ক-শিট নিয়ে আসবেন। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল মার্কশিট, সার্টিফিকেট, প্রশংসাপত্র ইত্যাদিও আনতে হবে।

ইন্টারভিউ হবে :
রেজিস্ট্রার (অফিসিয়েটিং), বোস ইনস্টিটিউট, ইউনিফাইড একাডেমিক ক্যাম্পাস, ব্লক-ইএন, প্লট নং-80, সেক্টর-ভি, সল্টলেক সিটি, কলকাতা 700 091

গুরুত্বপূর্ণ তারিখ:
ওয়াক-ইন-সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল, ২০২৩ দুপুর ১২টা।

Jobs In Kolkata: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই চাকরির সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন নির্বাচন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড ও কীভাবে আবেদন করতে হবে এই তথ্যাদি জানতে আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।

University Of Calcutta Recruitment: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

প্রতিষ্ঠানের নাম: কলকাতা বিশ্ববিদ্যালয়

পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
অফিসিয়াল ওয়েবসাইট: www.caluniv.ac.in

শূন্যপদ: ০১টি

বেতন: ৩১,০০০ টাকা

শেষ তারিখ: ১১.০৪.২০২৩

(Feed Source: abplive.com)