বাংলাদেশঃ খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ

বাংলাদেশঃ খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমাদান উপলক্ষে দুই দিনব্যাপী সারাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করবে যুবলীগ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ ও ৯ এপ্রিল সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি।

৮ এপ্রিল (শনিবার) দেশব্যাপী প্রত্যেক জেলা/মহানগরে উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং আগামী ৯ এপ্রিল (রোববার) দেশের প্রত্যেক উপজেলা, থানা ও পৌরসভায় উপহার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

১৯৭২ সালের ১১ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ বা বাংলাদেশের প্রথম যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়। সংক্ষেপে যুবলীগ নামে সংগঠনটি বহুল প্রচলিত। এটি বাংলাদেশ আওয়ামী লীগের যুব অঙ্গসংগঠন। শেখ ফজলুল হক মনি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান পদে শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে মাঈনুল হোসেন খান নিখিল নির্বাচিত হন।

(Feed Source: sunnews24x7.com)