কলকাতায় আইপিএল ম্যাচ দেখতে এসে ‘সর্বনাশ’, পুলিশের জালে জামতারা গ্যাং-এর ১১ জন

কলকাতায় আইপিএল ম্যাচ দেখতে এসে ‘সর্বনাশ’, পুলিশের জালে জামতারা গ্যাং-এর ১১ জন

কলকাতা: গতকাল রাতে মধ্য কলকাতার লেনিন সরণীর একটি হোটেল থেকে সাইবার অপরাধের জন্য কুখ্যাত ‘জামতাড়া গ্যাং’-এর ১১ সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ বাহিনী। এদের মধ্যে ৫ জনকে আগেই জামতারা থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের ডিডি। ধৃতরা প্রত্যেকেই জামতারার কার্মাটান্ড-এর বাসিন্দা।

জানা যায়, কলকাতায় দল বেঁধে আইপিএল ম্যাচ দেখতে এসেছিল জামতারা গ্যাং-এর সদস্যরা। মোটা অঙ্কের টিকিটও কাটে। কিন্তু সে গুড়ে বালি! ঠিকানা হল পুলিশ লক-আপ। আজ, শুক্রবাত ধৃতদের আদালতে পেশ করা হয়। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

অন্যদিকে, এদিন  ‘জামতাড়া গ্যাং’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ঝাড়খণ্ডের জামতাড়া থেকে শুক্রবার দিলওয়ার হুসেন নামে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে দিল্লি পুলিশ সূত্রে জানা যায়। একটি জনপ্রিয় অ্যাপের জন্য ‘কাস্টমার কেয়ার সাপোর্ট সার্ভিস’ দেওয়ার অছিলায় অনেকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে দিলওয়ারের বিরুদ্ধে। এক ব্যক্তির ৩ লক্ষ ২০ হাজার টাকার সাইবার প্রতারণার ঘটনার তদন্তের সূত্রে দিলওয়ারের সন্ধান পেয়ে ঝাড়খণ্ডের জামতাড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

(Feed Source: news18.com)