‘আইসিসি-র থেকেও যদি বেশি জানে…’, সহবাগকে আক্রমণ আখতারের

‘আইসিসি-র থেকেও যদি বেশি জানে…’, সহবাগকে আক্রমণ আখতারের

লাহোর : বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) তোপের পাল্টা দিলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। বীরুকে নিয়মের খোঁচা দিয়ে বললেন, ‘আইসিসি-র থেকে যদি বেশি জানে।’ পাশাপাশি সহবাগের বিস্ফোরক মন্তব্য ভারত (India)-পাকিস্তান (Pakistan) শান্তি প্রক্রিয়ার মাঝে ব্যাঘাত ঘটাতে পারে বলেও মনে করেন তিনি।

সহবাগের আক্রমণ

দিন কয়েক আগেই এক অনুষ্ঠানে শোয়েব আখতারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বীরেন্দ্র শেহবাগ। বীরুর মন্তব্য ছিল পাক পেসার বল চাক করতেন তথা ছুড়তেন। বোলিংয়ের সময় ‘বোলিংয়ের সময় শোয়েবের কনুই ভাঙত। ও নিজেও জানত যে চাক করছে। আইসিসি (ICC) কোনও পদক্ষেপ করেনি কেন জানি না। তবে ওর কনুই ভাঙত বলেই বল কোথায় পড়বে সেটা বোঝা মুশকিল হয়ে দাঁড়াত।’

শোয়েবের পাল্টা

বীরুর যে অভিযোগ স্বাভাবিকভাবেই ভাল ভাবে নেননি আখতার। তিনি পাল্টা বলেছেন, ‘ভারত-পাকিস্তানের সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে এমন কোনও মন্তব্য থেকে বিরত থাকাই শ্রেয়। সোশাল মিডিয়ার (Social Media) যুগে এরকম মন্তব্য করার আগে সহবাগের সতর্ক থাকা উচিত। আশা রাখব এই ধরণের মন্তব্য বীরু আর করবে না। যদিও ও আইসিসি-র থেকে বেশি জানে তাহলে করতেই পারে, নাহলে আর বেশি কিছু আমার বলার নেই।’

ক্রিকেট মাঠে ভারত-পাক মহারণের পাশাপাশি শোয়েব আখতার ও বীরেন্দ্র সহবাগের ডুয়েল ছিল ক্রিকেটপ্রেমীদের (Cricket Lovers) অন্যতম উপভোগ্য বিষয়। তবে এবারে যেভাবে বল ছোড়া বিতর্ক তৈরি করে মন্তব্য করেছেন দুই ক্রিকেট কিংবদন্তী তাতে ভক্তরা যেমন হতবাক, তেমনই সবমিলিয়ে চলছে প্রবল আলোচনাও।

এমনিতেই কূটনৈতিক স্তরে দু’দেশের সম্পর্কের শীতলতার জেরে দীর্ঘদিন মাঠের লড়াই বন্ধ। সীমান্তে উত্তেজনার রেশ যে ব্যক্তি-জীবনেও ছড়িয়ে পড়ে সেই উদাহরণ আগেও দেখা গিয়েছে। শাহিদ আফ্রিদি, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটাররাও প্রকাশ্যে সোশাল মিডিয়ায় জড়িয়েছিলেন তর্ক-বিতর্কে।

(Source: abplive.com)