সইয়ের দাম ১৫,০০০! এমন দুর্নীতির কথা কোথাও শোনননি, সেটাও ঘটল বাংলায়! তাজ্জব সকলেই

সইয়ের দাম ১৫,০০০! এমন দুর্নীতির কথা কোথাও শোনননি, সেটাও ঘটল বাংলায়! তাজ্জব সকলেই

রানীগঞ্জ: ভাইরাল অডিও ক্লিপ। আর তা নিয়ে তরজা শুরু জেলায়। হাউস ফর অল প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য জন্য ১৫ হাজার টাকা দাবি করছেন কাউন্সিলর, এমনটাই অভিযোগ। ভাইরাল হওয়া অডিও ক্লিপে ১৫ হাজার টাকা চাওয়ার কথা শোনা গিয়েছে স্পষ্টভাবে। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য জড়িয়েছে রানীগঞ্জ এলাকায়। অভিযোগের তির আসানসোল পুরনিগমের ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেহা সাউয়ের দিকে।

জানা গিয়েছে, রানীগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর নেহা সাউয়ের বিরুদ্ধে হাউসিং ফর অল প্রকল্পে বাড়ি তৈরির আবেদন পত্রে স্বাক্ষর করার জন্য টাকা চাওয়া হয়েছে। এমনই একটি অডিও ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে খনি অঞ্চল রানীগঞ্জে।

ঘটনা প্রসঙ্গে যারা গিয়েছে, ২০১৬-১৭ সালের অর্থ বর্ষে আবাস যোজনার বাড়ি তৈরির আবেদন জানিয়েছিলেন কল্পনা বাউরি। বাড়ি তৈরির অনুমোদন পান কল্পনা দেবী। সেই বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য ওয়ার্ড কাউন্সিলর নেহা সাউয়ের কাছে গেলে, তিনি টাকা চেয়েছেন বলে অভিযোগ।

এ বিষয়ের পরিপ্রেক্ষিতে নেহা সাউয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, নিজের ব্যক্তিগত কাজের জন্য তিনি এই টাকা চাননি। কল্পনা বাউরির ছেলে কাজ হয়ে গেলে মন্দিরে পুজোর জন্য টাকা দেবেন বলে জানিয়েছিলেন। তাই তিনি মন্দিরের পুজোর জন্য টাকা দিতে বলেছিলেন। যদিও বিরোধীরা এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাদের দাবি, যেখানে অসহায় ওই পরিবার কোনওক্রমে সরকারি সহায়তায় বাড়ি তৈরি করছেন, সেখানে এত টাকা তারা পাবে কোথা থেকে? আর কেন তারা এই টাকা দেবেন। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

(Feed Source: news18.com)