‘ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস’ এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

‘ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস’ এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

কলকাতা: ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট থেকে বাংলার পরিস্থিতি। এবিপি আনন্দে এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (CM Manik Saha)।

এক্সক্লুসিভ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা: ‘ত্রিপুরায় বাম-কংগ্রেসের জন্য কষ্ট হয়। ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস। বাংলা থেকেও শিক্ষা নেয়নি বাম-কংগ্রেস। যাদের হাতে আক্রান্ত, তাদের সঙ্গেই অশুভ জোট কংগ্রেসের।’ ত্রিপুরার ভোটে সন্ত্রাসের অভিযোগ খারিজ মানিক সাহার। এদিন ত্রিপুরার  মুখ্যমন্ত্রী বলেন, ‘হাতে আর কিছু নেই, বিরোধীরা অভিযোগ করবেই। সবাইকে বলেছি প্ররোচনায় পা দেবেন না। ভাবতে পারেনি একটা সরকার এত ভালভাবে চলবে। বাংলার মতো পরিস্থিতি ত্রিপুরায় নেই।’

এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন,’ত্রিপুরায় বাম-কংগ্রেস-তৃণমূল-সবার পতাকা দেখা যায়। বাংলায় কিন্তু তৃণমূল ছাড়া কারও পতাকা দেখা যায় না। বাংলায় বিজেপি কর্মীরা আক্রান্ত, এভাবে এখানে এসব চলবে না।’ পঞ্চায়েত ভোটে বিজেপির ভাল ফলের আশা মানিক সাহার।

(Feed Source: abplive.com)