ভোপাল: বয়স মাত্র ১৫৷ সাধারণত এই বয়সে মাধ্যমিক বা দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসে পড়ুয়ারা৷ কিন্তু মধ্যপ্রদেশের ইন্দৌরের বাসিন্দা ১৫ বছরের তানিষ্কা সুজিত এবার বিএ ফাইনাল পরীক্ষায় বসছে! অর্থাৎ ১৫ বছরেই স্নাতক পাঠ সম্পন্ন করার মুখে দাঁড়িয়ে সে৷
তানিষ্কার ইচ্ছে, ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করবে সে৷ ভবিষ্যতে দেশের প্রধান বিচারপতি হওয়াই লক্ষ্য তাঁর৷
তানিষ্কা বরাবরই মেধাবী৷ ২০২০ সালে করোনায় নিজের বাবাকে হারায় এই কিশোরী৷ তাতেও ভেঙে না পড়ে নিজের লক্ষ্যে অবিচল থেকে তানিষ্কা৷ কয়েকদিন আগে ভোপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হয় এই ছাত্রীর৷ তানিষ্কাকে নিজের স্বপ্নপূরণে উৎসাহও দিয়েছেন প্রধানমন্ত্রী৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, তানিষ্কা ইন্দৌরের দেবী আহলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী৷ এবার সাইকোলজি নিয়ে বিএ ফাইনাল ইয়ারের পরীক্ষায় বসতে চলেছে সে৷ আগামী ১৯ থেকে ২৮ এপ্রিল পরীক্ষা চলবে তার৷
মাত্র ১৩ বছর বয়সেই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা পাস করেছিল তানিষ্কা সুজিত৷ দশম শ্রেণিতেও তার ফল ছিল নজরকাড়া৷ দেবি আহলিয়া বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল সাইন্স বিভাগের প্রধান রেখা আচার্য জানিয়েছেন, প্রবেশিকা পরীক্ষায় ভাল ফল করায় ১৩ বছর বয়সেই সাইকোলজি নিয়ে বিএ পড়ার জন্য তানিষ্কাকে ভর্তি নেওয়া হয়ছিল৷