নাটকীয় মহা ম্যাচে মুম্বইয়ের জয়, শেষ বলে দিল্লি বধ রোহিতদের

নাটকীয় মহা ম্যাচে মুম্বইয়ের জয়, শেষ বলে দিল্লি বধ রোহিতদের

দিল্লি: দেশের রাজধানীতে আজ ছিল ক্রিকেট ধামাকা। অবশ্য একদিকে ছিল হারের হ্যাটট্রিক করা দিল্লি অন্যদিকে ছিল দুটো ম্যাচ হেরে যাওয়া মুম্বই। দিল্লি ক্যাপিটালস ১৭২ রানে আল আউট হয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল না ম্যাচটা কোন দিকে যাবে। পুরো ২০ ওভার তারা খেলতে পারল না। ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল দিল্লি।

এদিন দিল্লি নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারিয়েছে। যার জেরে তারা পুরো ২০ ওভারও খেলতে পারেনি। বড় অক্সিজেন বলতে সাতে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেলের ২৫ বলে ৫৪ রান। এ ছাড়া ওপেন করতে নেমে ৪৭ বলে ৫১ করেছিলেন ওয়ার্নার। মণিশ পাণ্ডে ১৮ বলে ২৬ করেন।পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ৫০ করে ফেলল মুম্বই। ৫ ওভার শেষে বিনা উইকেটে ৫৯ রান মুম্বইয়ের।

ঈশান কিষান ৩১ করে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে গেলেন। মন্থর উইকেটে তিন নম্বরে এলেন তিলক বর্মা। সঠিক চাল প্রমাণিত হল। তিলক রোহিতকে সাপোর্ট দিয়ে গেলেন। রোহিত নিজের ৫০ রান পূর্ণ করে ফেললেন। বেশ কয়েকটা দেখার মত শট মারলেন। অবশেষে হিটম্যান নিজের সেরা ছন্দের কাছাকাছি পৌঁছেছেন বলা যায়। সিঙ্গল, ডবল নিলেন স্কোরবোর্ড চালু রাখতে।

এদিন রোহিত মরিয়া চেষ্টা করছিলেন যাতে শেষ পর্যন্ত উইকেটে থেকে দলকে জিতিয়ে ফিরতে পারেন। দিল্লির শুকনো পিচে বল স্পিন হচ্ছিল। ললিত, অক্ষর প্যাটেলদের বিরুদ্ধে খেলা খুব একটা সহজ ছিল না এই উইকেটে। রোহিত জানতেন আজকের এই ম্যাচ জিততে পারলে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস দলের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন তিনি।

(Feed Source: news18.com)