স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী, সবাইকে নিয়ে কী করত অয়ন, চমকে দেওয়া তথ্য় পেল ইডি

স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী, সবাইকে নিয়ে কী করত অয়ন, চমকে দেওয়া তথ্য় পেল ইডি

কলকাতা: তদন্ত এখন আবর্তিত হচ্ছে অয়ন শীলের ছেলে অভিষেক শীল ও  বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে। এমনকী বান্ধবী ইমনের বাবা বিভাস গঙ্গোপাধ্যায়ও ইডির নজরে। চঞ্চল্যকর দাবি আদালতের কাছে ইডির।

ইডির আইনজীবী ফিরোজ এডুলজির আবেদন,  অয়নের ছেলে অভিষেক শীল ও ইমন গঙ্গোপাধ্যায়কে ( অভিষেকের বান্ধবী ) কেন্দ্র করে তদন্ত এগচ্ছে। আতসকাচের নীচে অভিষেক। একটা পার্টারশিপ ফার্ম তৈরি করা হয়  ‘MS Fossil’ নামে । সেখানে তাঁর একজন পার্টনার রয়েছেন ইমন গঙ্গোপাধ্যায়।

দু’জনের নামে পেট্রোল পাম্প  রয়েছে। মনে করা হচ্ছে,  সেগুলির মাধ্যমে টাকা ঘোরানো হয়েছে। ইমনের বাবা বিভাস  আরবান ডেভলপমেন্ট দফতরে জয়েন্ট ডিরেক্টর পদে রয়েছেন।  তিনি কোনও সুবিধা পাইয়ে দিয়েছিলেন  কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক ও  ইমনের দু’জনের পার্টনার শিপে রেস্ট্রুরেন্ট রয়েছে। রয়েছে পেট্রোল পাম্পও।  চুঁচুড়ায় পেট্রোল পাম্পের পাশেই রেস্ট্রুরেন্ট খোলার জন্য  টাকা ইনভেস্ট করা হয়।

সেই পেট্রোল পাম্পগুলিতে টাকা গিয়েছিল কি না দেখা হতে পারে। জেলে গিয়ে অয়নকে জেরা করতে চায় ইডি। জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী। অয়ন শীলের আইনজীবী জামিনের আবেদন করেন। তাঁর আবেদন, চাকরি দেওয়ার মতো পজিশনে ছিলেন না অয়ন । ফাইনাল অথরিটি সঙ্গে তাঁর কোনও যোগ নেই। অ্যাপয়েন্টমেন্টের কোনও অবস্থা ছিল না অয়নের।

অয়নের আইনজীবীর দাবি, যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।  অয়ন শীল বেশিরভাগ ক্ষেত্রে পুরসভা দুর্নীতিতে যুক্ত বলে দাবি ইডির। তাই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর কী ভূমিকা? কেন আটকে রাখা হচ্ছে? প্রশ্ন তুলেছেন তিনি। তাই যে কোনও শর্তে জামিনের আবেদন করা হচ্ছে। দু’পক্ষের সওয়াল জবাব শুনে অয়ন শীলের ২৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের।

(Feed Source: news18.com)