পার্ক স্ট্রিটে লিফট ছিঁড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু লিফট অপারেটরের

পার্ক স্ট্রিটে লিফট ছিঁড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু লিফট অপারেটরের

লিফট ছিঁড়ে পড়ে কলকাতার পার্ক স্ট্রিটে মর্মান্তিক মৃত্যু হল লিফট অপারেটরের। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ পার্ক স্ট্রিটের ওম টাওয়ারের ঘটনা। নিহত লিফট অপারেটর রহিম ইকবালপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ছিঁড়ে পড়া লিফটিকে সরিয়ে দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ওই বহুতলের ৩ নম্বর লিফটি মেরামতির কাজ চলছিল। চতুর্থ তলে মেরামতির কাজ চালাচ্ছিলেন কর্মীরা। তখন লিফটি চলছে কি না তা এক তলা থেকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন রহিম। তখনই লিফটটি ছিঁড়ে পড়ে তাঁর ওপর। লিফটের তলায় চাপা পড়েন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুলিশের আধিকারিকরা। উপস্থিত হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। লিফটি সরিয়ে দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তাঁরা।

ওম টাওয়ারের একটি দফতরে কর্মরত এক ব্যক্তি জানান, বার বার বলার পরেও লিফট ঠিক মতো মেরামত হয় না। বাড়ির মালিক ওম রাজগড়িয়াকে বার বার এব্যাপারে জানানো হয়েছে। কখনও লিফট আটকে যায়। কখনও নিজে থেকে নীচে নামতে শুরু করে। এদিন সকালেই আমার সঙ্গে লিফট অপারেটর রহিমের কথা হয়। তিনি জানান ৩ নম্বর লিফট খারাপ হয়ে গিয়েছে। আমি এক নম্বর লিফট দিয়ে ওপরে উঠি। তার কিছুক্ষণের মধ্যে ঘটে এই দুর্ঘটনা।

(Feed Source: hindustantimes.com)