কী আছে কুন্তল ঘোষের চিঠিতে? জানতে হাইকোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

কী আছে কুন্তল ঘোষের চিঠিতে? জানতে হাইকোর্টের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় হেস্টিংস থানায় জমা পড়ল কুন্তল ঘোষের চিঠি। যদিও কলকাতা পুলিশের তরফে কোনও এফআইআর এ বিষয়ে দায়ের করা হয়নি। কারণ, যেহেতু প্লেস অফ অকারেনস বা ঘটনাস্থল সিজিও কমপ্লেক্স, তাই বিধাননগর কমিশনারেট যা ব্যবস্থা নেওয়ার সেই বিষয়ে আলোচনা করে নেবে। প্রেসিডেন্সি জেলের ভিতর ঘটনা নয়, ফলে হেস্টিংস থানা কোনও এফআইআর করেনি বলে কলকাতা পুলিশের দাবি।

জেল সূত্রের খবর, কুন্তলের অভিযোগ, সিজিও কমপ্লেক্সে চাপ সৃষ্টি করেছিল ইডির আধিকারিকেরা প্রভাবশালীর নাম বলানোর জন্য। কিছু দিন আগে কুন্তল এই বিষয়ে জানান বিচারককে চিঠি দেন। প্রেসিডেন্সি জেলের সুপারকেও জানান। সেই চিঠি কপি হেস্টিংস থানায় জমা পড়ে জেল সুপারের মাধ্যমে। কলকাতা পুলিশের দাবি, প্রেসিডেন্সি জেলের ভিতর কোনও ঘটনা ঘটেনি। যা ঘটেছে কুন্তলের অভিযোগপত্র অনুসারে সিজিও কমপ্লেক্সে। তাই বিধাননগর কমিশনারেট গোটা বিষয়ে যা পদক্ষেপ নেওয়ার নেবে। এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে পুলিশ।

এদিন হাইকোর্ট নির্দেশ দেয়, কুন্তল যে অভিযোগ পত্র পাঠিয়েছে নিম্ন আদালতে সিবিআই বিশেষ আদালতের বিচারককে ও হেস্টিংস থানায়। সেই কপি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কুন্তলের অভিযোগে এখনই পুলিশ কোনও রকম এফআইআর করতে পারবে না, অন্তর্বর্তী নির্দেশ জানায় হাইকোর্ট।

ইডির বিরুদ্ধে কী অভিযোগ করেছেন কুন্তল, এদিন তা দেখতে চেয়ে  হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কুন্তল ঘোষ কিছু দিন আগে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন। জানান, এই বিষয়ে বিচারককেও তিনি চিঠি দিয়েছেন। এবার সেই নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের অভিযোগপত্রকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা।

(Feed Source: news18.com)