সভাস্থলে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা!

সভাস্থলে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা!

টোকিও: ফের জাপানের প্রধানমন্ত্রীর উপরে হামলা৷ এ দিন জাপানের ওয়াকায়ামা বন্দরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷ তখনই সেখানে একটি বিস্ফোরণের শব্দ হয়৷ যদিও এ যাত্রায় অক্ষতই রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা৷ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ৷

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে বক্তৃতা দেওয়ার সময় প্রকাশ্যেই গুলি করে খুন করা হয় জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবেকে৷ এই ঘটনার পরই দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা কয়েক গুন বাড়িয়েছে জাপান৷

জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী কিশিদার উপস্থিতিতেই ওয়াকায়ামা বন্দরের অনুষ্ঠানস্থলে একটি স্মোক বম্ব বিস্ফোরণ ঘটে৷ যদিও ঘটনায় কেউ হতাহত হননি৷ ঘটনার পরই এক সন্দেহভাজনকে আটক করেন পুলিশকর্মীরা৷ যদিও ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেনি স্থানীয় পুলিশ৷

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ওয়াকায়ামা বন্দরে ভালই ভিড় জমেছিল৷ আচমকাই সেখানে বিস্ফোরণের জোরাল শব্দ হয়৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছোটাছুটি শুরু করে জনতা৷ নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী কিশিদাকে৷ তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়৷

(Feed Source: news18.com)