‘বন্ধু’ আক্রান্ত, জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলার সমালোচনায় মোদি

‘বন্ধু’ আক্রান্ত, জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলার সমালোচনায় মোদি

নয়াদিল্লি : আক্রান্ত ‘বন্ধু’, প্রতিবাদে কড়া বার্তা নরেন্দ্র মোদির (Narendra Modi)। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অক্ষত থাকায় স্বস্তিও প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী। কয়েক সপ্তাহ আগেই ভারত-সফরে এসে জাপানের প্রধানমন্ত্রী (Japan PM Attacked)। নরেন্দ্র মোদির সঙ্গে আড্ডা, দু-দেশের সম্পর্ক থেকে কূটনৈতিক আলোচনার পাশাপাশি লস্যি-আমপান্না ও ফুচকা খাওয়াতেও মেতে উঠেছিলেন দু’জনে। শনিবার সকালে জাপানের বন্দর শহর ওয়াকাহামায় প্রচারের মাঝে আক্রান্ত হল ফুমিও কিশিদা (Japan’s Prime Minister Fumio Kishida)। প্রধানমন্ত্রীর সভাস্থল লক্ষ্য করে উড়ে আসে এক লম্বা বস্তু, কিছুক্ষণের মধ্যে সভাস্থলের আশপাশ ঢেকে যায় ধোঁয়ায়। যদিও সৌভাগ্যবশত জাপানের প্রধানমন্ত্রীর গায়ে কোনও আঁচড় লাগেনি। তিনি রয়েছেন অক্ষত। পাশাপাশি স্মোক বোম্ব নিয়ে হামলা চালানো এক সন্দেহভাজনকে গ্রেফতার করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও।

যে হামলা নিয়ে সোশালে নরেন্দ্র মোদি উদ্বেগ ও স্বস্তি প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে ট্যাগ করে লিখেছেন, ‘জাপানের ওয়াকাইয়ামাতে এক প্রচার অনুষ্ঠানের মাঝে বন্ধু ফুমিও কিশিদার ওপর আক্রমণের খবর পেয়েছি। ও অক্ষত রয়েছে জেনে স্বস্তি পাচ্ছি। ওঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি যে কোনও রকমের হিংসার ঘটনার তীব্রভাবে সমালোচনা জানায় ভারত।’

প্রসঙ্গত, এক ভিডিওতে দেখা যাচ্ছে, জাপানের প্রধানমন্ত্রীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর এক ব্যক্তিকে মাটিতে আছড়ে ফেলে ঘিরে ফেলেছেন নিরাপত্তকর্মীরা। পরে জানা গিয়েছে, ওই যুবকের নাম রুয়াজি কিমারা। বয়স ২৪ বছর। ঠিক কী কারণে, সে আক্রমণ চালিয়েছে, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। যে ঘটনায় কেউ আহত না হলেও তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেভাবে প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ নেমে এসেছে ও যে ভঙ্গিতে তাতে তাঁরা আতঙ্কিত। ভোটপ্রচারের মাঝে নেমে প্রধানমন্ত্রীর আক্রমণের শিকার হওয়া নিয়ে শাসক-বিরোধী নির্বিশেষে প্রবল সমালোচনা করেছে রাজনৈতিক দলগুলি। বিরোধীরা আবার প্রশ্ন তুলে দিয়েছে নিরাপত্তা নিয়েও। কারণ, এক প্রচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের খুন হওয়ার ঘটনা এখনও জাপানবাসীর মন থেকে মুছে যায়নি।

(Feed Source: abplive.com)