দুবাইয়ের আবাসনে ভয়াবহ আগুন, কেরলের দম্পতি সহ চার ভারতীয়র মৃত্যু: Report

দুবাইয়ের আবাসনে ভয়াবহ আগুন, কেরলের দম্পতি সহ চার ভারতীয়র মৃত্যু: Report

দুবাইয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। তাতে কমপক্ষে চারজন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে খবর। তার মধ্যে কেরলের এক দম্পতিও রয়েছে। সেই অগ্নিকাণ্ডে সব মিলিয়ে ১৬জনের মৃত্যু হয়েছে। রবিবারের সংবাদ মাধ্যমের রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। আগুনে ৯জন জখম হয়েছেন। গাল্ফ নিউজের রিপোর্ট অনুসারে শনিবার রাত ১২টা ৩৫ মিনিট নাগাদ আগুনের ঘটনাটি নজরে আসে। দুবাইয়ের সিভিল ডিফেন্স অপারেশনস রুমের কাছে খবর পাঠানো হয়।

এদিকে বিল্ডিংয়ের চার তলায় প্রথমে আগুন লাগে। এরপর তা ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে। দুবাই সিভিল ডিফেন্স হেডকোয়ার্টারের টিম ওই বিল্ডিংয়ে দ্রুত চলে আসে। তারা বিল্ডিংয়ের আবাসিকদের নামানোর ব্যবস্থা করেন।

একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে রাত ২টো পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। পরে ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগুনে চার ভারতীয়র মৃত্যু হয়েছে। তার মধ্য়ে কেরলের এক দম্পতিও রয়েছেন।

এক ভারতীয় সমাজকর্মী নাসির ভাটানাপল্লি জানিয়েছেন, এখনও পর্যন্ত চারজনকে আমরা সনাক্ত করতে পেরেছি। তার মধ্যে কেরলের এক দম্পতি রয়েছেন। তামিলনাড়ুর দুজন বাসিন্দা রয়েছেন। তারা ওই বিল্ডিংয়ে কাজ করতেন। তিনজন পাকিস্তানি ভাইবোন রয়েছেন। আর একজন নাইজেরিয়ান মহিলা রয়েছেন। সকলেই অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর মিলেছে।

তিনি জানিয়েছেন দুবাই পুলিশের সঙ্গে সমণ্বয় রেখে কাজ করা হচ্ছে। দুবাইতে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

দুবাই সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা ছিল না। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ঠিক কতটা ক্ষয় ক্ষতি হচ্ছে সেটাও দেখা হচ্ছে।

এদিকে ইতিমধ্যেই মৃতদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কূটনৈতিক স্তরেও এনিয়ে কথাবার্তা চলছে। মৃত ব্যক্তিদের বন্ধুবান্ধবদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

(Feed Source: hindustantimes.com)