এল হ্যামলিনের বাঁশিওয়ালা! শহর থেকে ইঁদুর তাড়ানোর বেতন ১ কোটি ৪০ লক্ষ টাকা

এল হ্যামলিনের বাঁশিওয়ালা! শহর থেকে ইঁদুর তাড়ানোর বেতন ১ কোটি ৪০ লক্ষ টাকা

নিউ ইয়র্ক : রূপকথাও মাঝে মাঝে ফিরে আসে বাস্তবে৷ যেমন নিউইয়র্কে ফিরে এল ‘হ্যামলিনের বাঁশিওয়ালা’৷ হাতে সুরেলা বাঁশি না থাকলেও তাঁর কাজ প্রায় ৪০০ বছরের প্রাচীন এই শহরকে মূষিকমুক্ত করা৷ তাঁর নাম ক্যাথলিন কোরাডি৷ শহরের ইতিহাসে তিনিই প্রথম রডেন্ট মিটিগেশন বিভাগের অধিকর্তার দায়িত্ব পেলেন৷ তাঁকে নিযুক্ত করেছেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস৷

শহরের বিভিন্ন সংস্থা, পেস্ট কন্ট্রোল বিভাগের সঙ্গে কথা বলে কাজের গতিপ্রকৃতি ঠিক করবেন ক্যাথলিন৷ আলোচনা করবেন বেসরকারি সংস্থার সঙ্গেও৷ নিউইয়র্ক থেকে ইঁদুর তাড়াতে এ বার বাড়তি ৩.৫ মিলিয়ন ডলার মঞ্জুর করা হয়েছে৷

শহরের মেয়র এরিক জানিয়েছেন, ‘‘নিউইয়র্কে জনসাধারণের অন্যতম শত্রু ইঁদুর তাড়াতে সম্প্রতি বহু পদক্ষেপ করা হয়েছে৷ কিন্তু আমাদের মনে হয়েছে একজম নির্দিষ্ট কাউকে প্রয়োজন যিনি শহরের পাঁচটি বরো থেকে ইঁদুর তাড়াতেই মনোনিবেশ করবেন৷ ক্যাথলিন কোরার্ডিকে শহরের প্রথম Rat Czar ঘোষণা করতে পেরে আমি গর্বিত৷’’

শহরকে ইঁদুরমুক্ত করে নিউইয়র্কবাসীকে স্বস্তি দিতে পারবেন ক্যাথলিন, এই ধারণায় বিশ্বাসী প্রশাসনিক মহল৷ প্রসঙ্গত ক্যাথলিন বায়োলজিতে স্নাতক হয়েছেন একের্ড কলেজ থেকে৷ তার পর সিটি কলেজ অব নিউ ইয়র্ক থেকে স্নাতকোত্তর করেছেন আরবান সাস্টেনেবিলিটি বিষয়ে৷ শিক্ষকতা দিয়ে কেরিয়ার শুরু করলেও জিরো ওয়েস্ট প্রকল্পেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন৷ ইঁদুর তাড়ানোর দায়িত্বে তাঁর বার্ষিক পারিশ্রমিক ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা৷

(Feed Source: news18.com)