মুকুল রায় কি নিখোঁজ? সোমবার রাতে একাধিক বাংলা সংবাদ মাধ্যমে এনিয়ে সংবাদ পরিবেশিত হতেই হইচই পড়ে যায় বাংলায়। একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বলা হয়েছে তাঁকে এদিন দুজন পরিচিত লোক কলকাতা বিমানবন্দরে যান। কলকাতা বিমানবন্দরে প্রবেশ করেন তারা। কিন্তু তারপর কোথায় গেলেন? এদিকে রাত পর্যন্ত মুকুল রায়ের খোঁজ মিলছে না খবর। এনিয়ে মিসিং ডায়েরি করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। কিন্তু কোথায় গেলেন মুকুল রায়?
এদিকে পুলিশ গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। পরিবারের তরফে এনিয়ে মিসিং ডায়েরি করা হয়েছে। এদিকে তাঁর ছেলে শুভ্রাংশু রায় এনিয়ে খোঁজ চালাচ্ছেন বলে খবর। সূত্রের খবর, মুকুল রায় যে দুজনের সঙ্গে বেরিয়েছিলেন তাঁরা তাঁর পরিচিত। তাঁদের সঙ্গে তিনি প্রায়ই বেরোতে। কিন্তু এদিন এয়ারপোর্টে যাওয়ার পরে মুকুলের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি করা হচ্ছে।
তবে গোটা ঘটনায় হইচই পড়ে গিয়েছে।তবে কি বিমান ধরে অন্য় কোথাও চলে গেলেন মুকুল? গোটাটাই রহস্যে মোড়া। এদিকে মুকুল রায়ের সম্প্রতি চিকিৎসা হয়েছিল। তাঁর মাথায় চিপ বসানো হয়েছিল বলে খবর। তিনি কিছুটা অসুস্থ। কিন্তু কোথায় গেলেন একসময় বাংলার রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায়?
সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর। পরিবারের লোকজন তাঁর কোনও খোঁজ পাচ্ছেন না বলে অভিযোগ। কোথায় গেলেন মুকুল রায়। প্রশ্ন এটাই।
তবে রাতে বিভিন্ন সূ্ত্রে জানা গিয়েছে তিনি নাকি দিল্লিতে চলে গিয়েছেন। এদিকে সংবাদ মাধ্যমের তরফ থেকে থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে মিসিং ডায়েরি সংক্রান্ত ব্যাপারে থানা থেকেও কোনও বিষয় স্বীকার করা হয়নি। তবে তিনি শেষ পর্যন্ত কোথায় গেলেন সেটা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। তার সঙ্গেই পরতে পরতে রহস্য দানা বেঁধেছে।
এদিকে কিছুদিন ধরেই সক্রিয় রাজনীতিতে বিশেষ দেখা যেত না মুকুল রায়কে। তবে সেই মুকুল রায়ের আচমকা খোঁজ না পাওয়াকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে বাংলার রাজনীতিতে বরাবরই প্রাসঙ্গিক মুকুল রায়। তবে তাঁর রাজনৈতিক অবস্থান বর্তমানে কী তা নিয়ে নানা কথা বলা হয়ে থাকে। তবে সেই মুকুল রায় কোথায় তা নিয়েও এবার রহস্য় ছড়াল আচমকাই। তবে তিনি দিল্লিতে গিয়েছেন বলে রাতে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে।
(Feed Source: hindustantimes.com)