২০২৪-এ BJP কত আসন পেতে পারে? আগাম জানালেন মমতা

২০২৪-এ BJP কত আসন পেতে পারে? আগাম জানালেন মমতা

সামনেই ২০২৪। ইতিমধ্যেই এনিয়ে রাজনৈতিক দলগুলি তাদের মতো করে দল গোছাতে শুরু করেছে। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্য়ে বাংলা সফরে আসতে শুরু করেছেন। তবে এবার সেই লোকসভা নির্বাচন নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মমতা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন দিল্লিতে ক্ষমতায় আসা তো দূর, এবার ২০০ আসনও পেরোবে না বিজেপি। কিন্তু এখানেই বিরোধীদের প্রশ্ন তাহলে কেন্দ্রে কারা ক্ষমতায় আসবে? তবে কি বিরোধী জোট নিয়ে আশায় দিন গুনছেন নেত্রী?

এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে মমতা নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এখানেই বলত ২০০ পার। কিন্তু এবার তো দিল্লিতেও ২০০ পার হবে না। কীভাবে হবে, কোন ম্য়াজিসিয়ান এসে করবে?

মমতা বলেন, সিআরপিএফ, বিএসএফ, ইডি , সিবিআই দিয়ে ভোট লুঠ করা যাবে না। ইলেকট্রনিক মেশিন নিয়েও সন্দেহ রয়েছে। আমরা চাইব ভিভিপ্যাট মেশিন যাতে বেশি করে ব্যবহার করা হয়। কিন্তু বিজেপি কারও কথা শোনে না। ওদের আচরণ আর জুমলা দেখে আমি অবাক।

মমতার সংযোজন লোকসভা নির্বাচনে জেতার জন্য ওরা এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচম কমিশন, প্রচুর টাকা সবটাই ব্যবহার করতে পারে। কিন্তু তাতেও বিজেপির ডাল গলবে না।

বাংলার তৃণমূল নেত্রী দাবি করছেন ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি। আবার বিজেপি নেতৃত্ব একপ্রকার নিশ্চিত তাদের জয় শুধু সময়ের অপেক্ষা। তাদের দাবি মোদীর নেতৃত্বে ফের ক্ষমতায় ফিরবে বিজেপি।

কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির বিরুদ্ধে এখনও বিরোধী জোট সেভাবে দানা বাঁধতে পারেনি। একাধিক রাজনৈতিক দলের মধ্য়ে চরম মতানৈক্য। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের চরম শত্রুতা। অন্যদিকে কংগ্রেসকে ছাড়া আলাদা করে কীভাবে জোট করা সম্ভব সেটা নিয়েই চর্চা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে জোট করতে রাজি নয়। আবার একাধিক আঞ্চলিক দল সকলেই পরোক্ষে প্রধানমন্ত্রীর পদের দাবিদার। বিহারের নীশীথ কুমারও একেবারে ঝাঁপিয়ে পড়েছেন।

সব মিলিয়ে দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। কিন্তু বিরোধী জোট নিয়ে এখনও নানা প্রশ্ন। অন্যদিকে দেশের একাধিক প্রান্তে বিজেপির শক্তি কমেছে। সেটা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে এখন থেকেই লোকসভা ভোট নিয়ে স্নায়ুর লড়াই তুঙ্গে।

(Feed Source: hindustantimes.com)