কলকাতা: এবার কি উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত শুরু হবে রাজ্য ও রাজ্যপালের মধ্যে? অন্তত উচ্চশিক্ষা দফতর জুড়ে তেমনটাই জল্পনা। সম্প্রতি উপাচার্য পদের মেয়াদ শেষ হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য হিসেবে আশীষ কুমার চট্টোপাধ্যায়ের। উপাচার্য পদে তারই মেয়াদ বাড়ানোর জন্য উচ্চশিক্ষা দফতরের তরফে রাজভবনে ফাইল পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর।
রাজ্যের তরফে এই বার্তায় শিলমোহর দেবেন রাজ্যপাল? অন্তত তেমনটাই প্রশ্ন উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের একাংশের। সম্প্রতি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত শুরু হয়েছে রাজ্য – রাজ্যপালের মধ্যে। উচ্চশিক্ষা দফতরকে না জানিয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে বলেই প্রশ্ন তুলে সরব হয়েছেন খোঁজ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। যদিও ওই বিশ্ববিদ্যালয় জটিলতা কাটাতে বিশ্ববিদ্যালয়ই এক সিনিয়র অধ্যাপককে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি রাজ্যের মতামত মানবেন আচার্য তথা রাজ্যপাল? বৃহস্পতিবারই রাজ্যপাল মুম্বাই এর জন্য রওনা দিয়েছিলেন। এদিন তিনি কেরালায় রয়েছেন বলে রাজভবন সূত্রে খবর। রাজ্যের বাইরে থাকায় এখনি এই ফাইলে অনুমোদন আসার সম্ভাবনা কম বলেই মনে করছেন উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা। তবে সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস।
সারপ্রাইজ ভিজিটে গিয়ে অবশ্য প্রথম দফায় উপাচার্য, রেজিস্টার এর সাক্ষাৎ মেলেনি আচার্য তথা রাজ্যপালের। বিশ্ববিদ্যালয় কর্মসংস্কৃতি কেমন চলছে সেটা দেখাই ছিল আচার্যের সারপ্রাইজ ভিজিটের মূল উদ্দেশ্য বলেই সূত্র মারফত খবর। যদিও ক্যাম্পাসে ওই দিন বেশ কিছুক্ষণ বাদে উপাচার্য ঢোকায় ফের দ্বিতীয় দফায় কলকাতা বিশ্ববিদ্যালয় যান রাজ্যপাল। অধ্যাপক,অধ্যাপিকা, ছাত্র- ছাত্রীদের সঙ্গে আলোচনা করেন উপাচার্য এর উপস্থিতিতে রাজ্যপাল।
জাতীয় শিক্ষানীতি নিয়েও আলোচনা করেছিলেন রাজ্যপাল। তবে রাজ্যপালের এই সারপ্রাইজ ভিজিটের অন্যতম কারণ ছিল অস্থায়ী উপাচার্য হিসেবে কীভাবে দায়িত্ব সামলাচ্ছেন তা মূল্যায়ন করা বলেই একাংশ মনে করেছিল। সেক্ষেত্রে রাজ্যের পাঠানো প্রস্তাবে সায় দেন নাকি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধাঁচে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল, এখন সে দিকেই তাকিয়ে উচ্চ শিক্ষা দফতর।
(Feed Source: news18.com)