ইদের উৎসবকে বিষিয়ে দিয়েছেন মমতা, টুইটে দাবি শুভেন্দুর

ইদের উৎসবকে বিষিয়ে দিয়েছেন মমতা, টুইটে দাবি শুভেন্দুর

কলকাতার রেড রোডে ইদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ‘বিষাক্ত’ বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে এক টুইটে তিনি ধর্মীয় মঞ্চে রাজনৈতিক ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।

এদিন মমতার ভাষণের অংশবিশেষ টুইট করে শুভেন্দু লিখেছেন, নির্লজ্জ সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি ইদ – উল – ফিতর উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানানোর কোনও পদ্ধতি? আপনার কি তাদের প্রতি ন্যূনতন সম্মান আছে? না কি আপনি তাদের শুধু ভোটব্যাঙ্ক বলে মনে করেন? আপনি সকালেই উৎসবকে দূষিত করে দিয়েছেন। আজ হোক বা কাল, আপনি এই সাম্প্রদায়িক রাজনীতির মূল্য চোকাবেন’।

তিনি আরও লেখেন, ‘বিজেপি সবর সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস ও সবার প্রয়াসে বিশ্বাস করে। আর আপনি সবারকে ভুল বোঝাও, সবাইকে উসকাও, সবাইকে লড়াও ও সবাইকে বিভ্রান্ত করো নীতিতে বিশ্বাস করেন। যাতে তারা অযোগ্যতা ও অনুন্নয়ন, কর্মসংস্থানের অপমৃত্যু ও আইন শৃঙ্খলা ব্যবস্থার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন না তোলে।

শনিবার সকালে কলকাতার রেড রোডে ইদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা এপ্রিল মাস। এক বছর পর দেশে নির্বাচন। লোকতন্ত্র চলে গেলে, সব চলে যাবে।’ মমতা অভিযোগ করেন যে বিজেপি সংবিধান বদলে ফেলছে। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, বিজেপি ইতিহাসও বদলে ফেলছে। এদিকে মমতা দাবি করেন, কেন্দ্রের বিজেপি সরকার ফের একবার এনআরসি নিয়ে আসার পরিকল্পনা করছে। যদিও তিনি দাবি করেন, এনআরসি তিনি করতে দেবেন না। সংখ্যালঘুদের তৃণমূলের ওপর ভরসা রাখার আহ্বান জানান মমতা। তাঁর কথায়, তৃণমূল ভয় না পেয়ে লড়াই চালিয়ে যাবে। মমতা বলেন, ‘আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু দেশ ভাগ করতে দেব না।’ বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, ‘বিজেপি বিভেদের রাজনীতি করে। এ রকম ভাঙচুর করে দেশের নেতা হওয়া যায় না।’ মমতা আরও অভিযোগ করেন, টাকা দিয়ে মুসলিম ভোট কেনার চেষ্টা চলছে রাজ্যে।

(Feed Source: hindustantimes.com)