পুরসভায় নিয়োগের নামে ২০০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল, বিস্ফোরক তথ্য ইডির হাতে

পুরসভায় নিয়োগের নামে ২০০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল, বিস্ফোরক তথ্য ইডির হাতে

পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তে নেমে ২০০ কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছে ইডি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শুধু অয়ন শীল নিয়োগ দুর্নীতির মাধ্যমে ২০০ কোটি টাকা তুলেছিলেন। জেরা এই কথা স্বীকারও করেছেন তিনি।

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পুরসভার দুর্নীতির রিপোর্ট আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, বরানগর, টিটাগড়, হালিশহর পুরসভা ইডির নজরে রয়েছে। মজদুর থেকে আরম্ভ করে সুইপার, ক্লার্ক, পিওন-সহ পুরসভার বিভিন্ন পদে অবৈধ ভাবে নিয়োগ হয়েছে বলে ইডি কাছে তথ্য উঠে এসেছে।

এই সব নিয়োগ দুর্নীতি যেমন অয়ন শীলের নাম জড়িত তেমনি একাধিক রাজনৈতিক নেতা, সরকারি আধিকারিকও যুক্ত থাকতে পারে বলে মনে করছে তদন্তকারী সংস্থা। সমান্তরাল নিয়োগ বোর্ড চালিয়ে ২০০ কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছে।

শুক্রবার পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে। তিনি জিজ্ঞাসাবাদে ইডিকে জানিয়েছেন, একাধিক প্রভাবশালী নেতা অয়নের সঙ্গে দেখা করতে আসতেন নিয়মিত। সাত-আটজন নেতার নামও বলেছেন তিনি ইডিকে।

শনিবার অয়নের স্ত্রী, পুত্র ও অয়নের কোম্পানি এবিএস ইনফোজোনের ২ কর্মীকে তলব করে ইডি।

(Feed Source: hindustantimes.com)