খ্যাতির শিরোনাম থেকে গুমনামীর অন্ধকার! ফের কামব্যাক, মোহিত শর্মা যেন ফিনিক্স

খ্যাতির শিরোনাম থেকে গুমনামীর অন্ধকার! ফের কামব্যাক, মোহিত শর্মা যেন ফিনিক্স

মুম্বই: মানুষের সামনে কখন সুযোগ আসবে আর কখন সেই সুযোগ কাজে লাগিয়ে মানুষ চমকে দেবে কেউ জানে না। চেষ্টা থাকলে উপায় আছে। হাল না ছাড়ার নতুন সংজ্ঞা বোধ হয় মোহিত শর্মা। হরিয়ানার এই মিডিয়াম পেসার একটা সময়ে উল্কার মত উঠেছিলেন ভারতীয় ক্রিকেটে। মহেন্দ্র সিং ধোনির প্রিয় পাত্র ছিলেন। কিন্তু দু-তিন বছর পর হঠাৎ করেই হারিয়ে গেলেন।

মোহিত শর্মার পুনর্জন্ম কেন বলা হচ্ছে? দেশের হয়ে শেষ বার খেলেছেন ২০১৫ সালে। সেবার এক দিনের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন। তার আগের বছর আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে বেগুনি টুপি পেয়েছিলেন মোহিত। মাঝে যেন হারিয়ে গিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে খেললেও কেই বা খোঁজ রেখেছেন! গত বারের আইপিএলে অভিষেক হয় গুজরাত টাইটান্সের।

(Feed Source: news18.com)