ক্লাস টু পর্যন্ত উঠে যাবে লিখিত পরীক্ষা! কেন্দ্রের পাঠক্রম কমিটির সুপারিশে হইচই

ক্লাস টু পর্যন্ত উঠে যাবে লিখিত পরীক্ষা! কেন্দ্রের পাঠক্রম কমিটির সুপারিশে হইচই

কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে আজকাল অনেকেই অভিযোগ করেন। সরকারি স্কুলে পড়াশোনা হয় না। ছেলেমেয়েদের পড়ানোর ভরসাকেন্দ্র হয়ে উঠেছে বেসরকারি স্কুল। আর সেখানে মোটা টাকা খরচ করলে তবেই মেলে শিক্ষা। তবে এবার কেন্দ্রের পাঠক্রম কমিটি যা সুপারিশ করল, তাতে অভিযোগের বহর আরও বাড়তে পারে!

দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা দিতে হবে না পড়ুয়াদের। এমনই ভাবনা-চিন্তা করছে মোদি সরকার। প্রাথমিক স্তরের পড়াশোনায় বদল আনতে চাইছে কেন্দ্র। ২০২০ সালে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে এবার দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সমস্ত লিখিত পরীক্ষা তুলে দেওয়া হতে পারে।

ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিএফ-এ নতুন সুপারিশে বলা হয়েছে, পড়ুয়াদের উপর বাড়তি চাপ দেওয়া চলবে না। দ্বিতীয় শ্রেণীর আগে পর্যন্ত পাঠক্রম ও মূল্যায়ণ পদ্ধতি এতটাই সহজ ও সরল করতে হবে যাতে পড়ুয়াদের উপর বাড়তি কোনও চাপ না থাকে!

এনসিএফ জানিয়েছে, বছর দুয়েক আগে এই ব্যাপারে বিভিন্ন স্তরে একটি সমীক্ষা করেছিল তারা। সেই সমীক্ষার ফল হাতে আসতে সেটি পর্যালোচনা শুরু হয়। তার পরই এমন সুপারিশ।

লিখিত পরীক্ষা উঠে গেলে ক্লাস টু-এর আগে পর্যন্ত শিশুদের মূল্যায়ণ হবে কী করে! এনসিএফ বলছে, এক্ষেত্রে শিশুদের শেখার অভিজ্ঞতার দিকে নজর দিতে হবে। কীভাবে তাদের শেখার অভিজ্ঞতা আরও জোরদার করা যায় তা পর্যালোচনা করা হবে।

২০২০ সালে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জাতীয় শিক্ষানীতির ঘোষণা করেছিলেন। প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, ক্লাস ওয়ান-এর আগে তিন বছর প্রাক প্রাথমিকের কথা।

গত বছর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, প্রাথমিক এবং প্রাক্‌ প্রাথমিক স্তরের শিক্ষায় এবার আমূল বদলের কথা ভাবা হচ্ছে। শেষমেশ তাঁর কথাই সত্যি হল।

(Feed Source: news18.com)