বাংলায় এলেন নীতীশ কুমার, লোকসভা নির্বাচনের আগে বড় মহড়া কি নবান্নে?

বাংলায় এলেন নীতীশ কুমার, লোকসভা নির্বাচনের আগে বড় মহড়া কি নবান্নে?

আজ, সোমবার বাংলায় এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন বিহারের উপমুখ্য়মন্ত্রী তেজস্বী যাদবও। লোকসভা নির্বাচন এখনও বাকি প্রায় একবছর। তার আগেই বিরোধী ঐক্যে স্থান দিতে এই জরুরি বৈঠক বলে মনে করা হচ্ছে। সূচি অনুযায়ী নীতীশের আসার কথা ছিল মঙ্গলবার। কিন্তু বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি সূচি পরিবর্তন করে আজই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক করতে এলেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। নবান্নেই হবে বৈঠক।

এদিকে ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে নামতেই বিহারের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং পুর ও নগরান্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁরা এখন তাঁকে নিয়ে নবান্নের উদ্দেশ্যেই রওনা দিলেন। আজ দুপুরে মেগা বৈঠক হওয়ার কথা তাঁদের মধ্যে। সেখানে লালু পুত্রের উপস্থিতিতে নবান্নের এই বৈঠকের তাৎপর্য অন্য মাত্রা পেতে চলেছে। মমতার সঙ্গে বৈঠকের পর বিকেলেই ফেরত যাবেন নেতারা বলে সূত্রের খবর। আজকের বৈঠকে একটা অঙ্ক কষা হবে। যাতে ২০২৪ সালে বিজেপিকে কাত করা যায়। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, ২০২৪ সালে বিজেপির গদি তিনি উলটে দেবেন।

অন্যদিকে বিরোধী ঐক্যের অস্ত্রে শান দিতে নবান্নে ঢুকে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যিনি এনডিএ জোট ছেড়ে বিজেপিকে কার্যত একা করে দিয়েছেন। তাই বিরোধীদের একজোট করার লক্ষ্যে উদ্যোগী হয়েছেন নীতীশ কুমার। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর আজই লখনউয়ে গিয়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর রয়েছে। কয়েক মাস আগে নীতীশ কুমার মহাগঠবন্ধন ভেঙে কংগ্রেস, আরজেডি–সহ একাধিক দলকে সঙ্গে নিয়ে নতুন করে সরকার গঠন করেছেন। যা জাতীয় রাজনীতির অলিন্দে বেশ চর্চিত বিষয়।

আর কী জানা যাচ্ছে?‌ কিছুদিন আগে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন অখিলেশ যাদব। তারপর বৈঠক করেন কুমারস্বামী। নবীন পট্টনায়েকের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দেখা করে এসেছেন। কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গে দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে সেই দূত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবেন?‌ সেটা খোলসা করেননি তিনি। কেসি আর এবং স্ট্যালিনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের গণ্ডি বাড়াতে বাংলায় এলেন নীতীশ কুমার। তবে বিরোধী জোট নিয়ে প্রশ্ন করা হলে নীতীশ কুমার বলেন, ‘‌এখন এই ধরনের প্রশ্ন কেন করছেন? যখন আমাদের পক্ষ থেকে সবকিছু করা হয়ে যাবে, তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলব।’‌

(Feed Source: hindustantimes.com)