শুধু স্কলারশিপেই হয়ে গেলেন কোটিপতি, হাইস্কুল শেষে পড়ুয়াকে নিয়ে দড়ি টানাটানি

শুধু স্কলারশিপেই হয়ে গেলেন কোটিপতি, হাইস্কুল শেষে পড়ুয়াকে নিয়ে দড়ি টানাটানি

কলকাতা: প্রতিভাশালী শিশু কিম্বা প্রতিভাশালী কিশোরদের কথা আমরা প্রায়ই শুনে থাকি৷ আপনারা সকলেই এরকম প্রতিভাশালীদের কথা শুনতেও ভালবাসি৷ নিজেদের দেশ কালের সীমা অতিক্রম করে এই সব সাফল্যের কাহিনি সকলকে মোটিভেট করে৷ এরকমই এক কিশোরের সত্যি গল্প এবার শুনলে দারুণ খুশি হয়ে যাবেন৷ কিন্তু সেটা আপনার জন্য জানা যত  সহজ কাজ করা তত সহজ হবে না৷

ডেনিস বার্ন্সের এই সত্যি গল্প৷ আমেরিকার নিউ অরলিয়ন্সে অবস্থিত হাইস্কুলের ছাত্র বার্ন্স উঁচু ক্লাসের পড়াশুনো করার জন্য ২০০ স্কুলে আবেদন করেন৷ এখনও অবধি ১২৫ কলেজে থেকে তাঁকে স্কলারশিপ দিয়ে পড়ার সুযোগ দেওয়া হয়৷ যা রেকর্ড একটা অর্থ – ৯ মিলিয়ন ডলার অর্থাৎ ৭৩.৬৫ কোটি টাকা স্কলারশিপ পাচ্ছেন৷ এখনও ৫০-র বেশি কলেজ তাঁর দরজায় দাঁড়িয়ে রয়েছে যারা তাকে কলেজে পড়াতে চাইছে৷

আরও কলেজের অফারের জন্য অপেক্ষায়

এর আগে লুইসিয়ানাতে হাইস্কুলের এক পড়ুয়া ১৩০ টি-র বেশি কলেজ থেকে ৮.৭ মিলিয়ন ডলার স্কলারশিপের দেওয়া হয়৷  এখনও অবধি গিনেজ বুক এই নতুন রেকর্ড রূপে দাখিল করার কাজ চালিয়ে যাচ্ছেন৷ ডেনিস বার্ন্সের মত অনুসারে  তিনি আরও কলেজের জন্য অপেক্ষা করছেন৷

 বার্ন্সের জিপিএ স্কোর  ৪.৯৮

ডেনিস বার্ন্স ডাব্লু ডাব্লু এলকে বলেছেন, ‘‘আমি আগস্টে কলেজে আবেদন করেছি৷  তারপরে কলেজের পক্ষ থেকে হাজার হাজার মেল আসে৷ আমার মেলবক্স ভরে যায়৷ এত অফার আসছিল আমি তা দেখতেও পাচ্ছিলাম না৷ ’’

বার্ন্স ৪.৯৮ -র জিপিএ স্কোর হয়েছিল৷ যা শানদার বলে মনে করা হয়৷ স্প্যানিশ সহ একাধিক ভাষাতে ধারাপ্রবাহ ধরা যায়৷ ২৪ মে তাঁর হাইস্কুলের পড়া শেষ হয়৷ তার আগে ২ মে তিনি কোন কলেজে ভর্তি হবেন সেটা জানা যাবে৷

(Feed Source: news18.com)