Fruad: সিমকার্ডে লক্ষাধিক টাকার প্রতারণা! দিল্লি পুলিসের জালে দুর্গাপুরের ৩ যুবক

Fruad: সিমকার্ডে লক্ষাধিক টাকার প্রতারণা! দিল্লি পুলিসের জালে দুর্গাপুরের ৩ যুবক

চিত্তরঞ্জন দাস: মোবাইলের সিম কার্ডে জালিয়াতি? লক্ষাধিক টাকার প্রতারণা? দুর্গাপুর থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিস। ধৃতদের ২ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, ধৃতেরা হল দীপঙ্কর আঁকুড়ে, অনিকেশ দাস ও অর্ঘ্য মজুমদার। দুর্গাপুরে কোকওভেন থানার বীরভানপুরের বাড়ি দীপঙ্করের।   ডিপিএলের ক্ষুদিরাম কলোনির বাসিন্দা অনিকেশ ও অর্ঘ্য। মঙ্গলরাতে দিল্লি পুলিসের হাতে গ্রেফতার হয় ওই ৩ জন।

দিল্লি পুলিস সূত্রে খবর, দীপঙ্কর ও অনিকেশের কাছ থেকে তাঁদের পুরনো সিম কার্ড কিনে নাকি প্রতারণা চক্র চালাত অর্ঘ্য! কীভাবে? জামতাড়া গ্যাংয়ের মাধ্যমে। অভিযোগ, দিল্লিতেই প্রতারণা শিকার হন এক ব্যক্তি। সিমকার্ড ব্য়বহার করে তাঁর অ্য়াকাউন্ট থেকে ১ লক্ষ ৩৬ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। অভিযোগ দায়ের করা হয় সাইবার ক্রাইমে।

২৮ এপ্রিল দিল্লি আদালতে পেশ করা হবে র, দীপঙ্কর, অনিকেশ ও অর্ঘ্যকে। দীপঙ্কের বাবা অবশ্য দাবি, ‘এ বিষয়ে কিছুই জানেন না। ছেলেকে নির্দোষ’।

(Feed Source: zeenews.com)