Rahul Gandhi: মোদি পদবি মামলার গুজরাটে হাইকোর্টে রাহুল গান্ধী, সরে দাঁড়ালেন বিচারপতি

Rahul Gandhi: মোদি পদবি মামলার গুজরাটে হাইকোর্টে রাহুল গান্ধী, সরে দাঁড়ালেন বিচারপতি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুনানি শুরু হয়নি এখনও। মোদি পদবি মামলায় এবার গুজরাট হাইকোর্টেও ধাক্কা খেলেন রাহুল গান্ধী। কীভাবে? যাঁর মামলার শোনার কথা ছিল, সেই বিচারপতি গীতা গোপী শুনানি থেকে সরে দাঁড়ালেন। এজলাস বদলে ফেলেন তিনি।

ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোট তখন দোরগোড়ায়। দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছিল জোরকদমে। ২০১৯ সালে এক জনসভায় প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন রাহুল গান্ধী। বলেছিলেন, ‘সব মোদীরা কেন চোর হয়’? এরপর মামলা গড়ায় আদালত।

হুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী, বিজেপি পূর্ণেন্দু মোদী।  তাঁর অভিযোগ, গোটা মোদী সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। সম্প্রতি সেই মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। এমনকী, সাংসদ পদও খারিজ হয়েছে রাহুল গান্ধীর!

এদিকে চুপ করে বসে নেই রাহুল গান্ধীও।  ম্যাজিস্ট্রেট আদালতের রায়কে চ্যালেঞ্জ করে জেলা আদালতে আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে দিয়েছে। গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। কবে মামলার শুনানি? জানা যায়নি এখনও।

(Feed Source: zeenews.com)