বেহালায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার প্রৌঢ়ার পচন ধরা দেহ

বেহালায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার প্রৌঢ়ার পচন ধরা দেহ

কলকাতা লাগোয়া বেহালায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল একাকী মহিলার পচন ধরা দেহ। রবিবার সকালে বেহালার রাজা রামমোহন রায় রোডের একটি আবাসন থেকে উদ্ধার হয় কমলিকা দাশগুপ্ত (৪৮) নামে ওই মহিলার দেহ। স্থানীয়দের অনুমান রোগাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

প্রতিবেশীরা জানিয়েছেন, ১০ বছর আগে বাবার সঙ্গে ওই আবাসনে থাকতে শুরু করেন কমলিকাদেবী। বাবা সুজিত দাস ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। ২০১৮ সালে বাবার মৃত্যুর পর থেকে ওই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। তবে বেশি বেরোতেন না তিনি। খুব প্রয়োজন ছাড়া তাঁকে বাইরে দেখেনি কেউ। স্থানীয়দের সঙ্গে তাঁর বিশেষ একটা যোগাযোগ ছিল না।

বেশ কিছুদিন ধরে মহিলাকে দেখতে পাননি স্থানীয়রা। রবিবার সকালে তাঁর ফ্ল্যাটের সামনে দুর্গন্ধ বেরনোয় সন্দেহ হয়। ডাকাডাকি করেও কারও সাড়া পাননি তাঁরা। এর পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ পৌঁছে দরজা ভেঙে কমলিকাদেবীর পচন ধরা দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান অন্তত ৩ দিন আগে মৃত্যু হয়েছে তাঁর। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় ১ দশকের বাসিন্দা হলেও পরিবারটির সঙ্গে তেমন যোগাযোগ ছিল না কারও। কোনও আত্মীয়কেও তেমন যাতায়াত করতে দেখা যেত না। নিঃসঙ্গ জীবন কাটাতেন কমলিকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে গোটা বিষয়টি স্পষ্ট হবে।

(Source: hindustantimes.com)